কলকাতা, 2 জুলাই: গত দু’বছরে করোনায় দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের অবস্থা বেহাল ৷ লকডাউনের জেরে প্রায় সবক্ষেত্রেই হাহাকার দেখা দিয়েছিল ৷ করোনার ভয়াবহতা পেরিয়ে গেলেও, অর্থনীতির হাল এখনও ফেরেনি ৷ যেখানে 20 শতাংশ মানুষ ভারতে খাদ্য সংকটে ভুগেছেন (20 Per Cent Indian are Suffer from Food Crisis in Lockdown) ৷ এমনই নানান তথ্য নিয়ে সম্প্রতি প্রকাশ পেয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের রিপোর্ট (Pratichi Trust Report) ৷ যে রিপোর্টকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷
2020 সালের অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত একটা সমীক্ষা চালিয়েছিল প্রতীচী ট্রাস্ট ৷ ওই সমীক্ষায় আড়াই হাজার মানুষের সঙ্গে কথা বলা হয় ৷ সমীক্ষার সেই রিপোর্টে বলা হয়েছে, ‘‘করোনাকালে প্রান্তিক মানুষদের মধ্যে 87.8 শতাংশ মানুষ কাজ হারিয়েছেন ৷ বাংলা থেকে কাজের খোঁজে অন্য রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে 93.2 শতাংশই কাজ হারিয়েছেন ৷ এ রাজ্যে জব কার্ডধারীদের মধ্যে 100 দিনের কাজ পেয়েছিলেন মাত্র 55 শতাংশ ৷’’