পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

‘'গোলি মারো'' স্লোগানে ধৃত আরও 2 - প্রশান্ত সরকার

অমিত শাহের সভায় যোগ দেওয়ার পথে উঠেছিল ‘‘দেশকে গাদ্দারোঁ কো, গোলি মারো...’’ স্লোগান ৷ এই উসকানিমূলক স্লোগানের পরিপ্রেক্ষিতে কাল গ্রেপ্তার করা হল আরও দু'জনকে ৷

Goli Maro Slogan
‘গোলি মারো’ স্লোগানে

By

Published : Mar 4, 2020, 1:16 PM IST

কলকাতা, 4 মার্চ: ‘গোলি মারো’ স্লোগানে গ্রেপ্তার আরও দুই ৷ সোমবারই পুলিশ কমিশনার অনুজ শর্মা বুঝিয়ে দিয়েছিলেন, এই উসকানিমূলক স্লোগান দেওয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ ৷ এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

গত সন্ধ্যায় সন্দীপ সোনকার (27) নামে এক যুবককে চেতলা থেকে গ্রেপ্তার করে পুলিশ । রাতে সোদপুরের ঘোলা থেকে গ্রেপ্তার করা হয় প্রশান্ত সরকার নামে আরেক ব্যক্তিকে । পুলিশ সূত্রে জানা গেছে, যে দলটি ওই উসকানিমূলক স্লোগান দিয়েছিল, সেখানে সন্দীপের সক্রিয় উপস্থিতি ছিল ৷ অন্যদিকে প্রশান্ত সরকার পানিহাটি উত্তর মণ্ডলের সভাপতি সুজিত বড়ুয়ার ঘনিষ্ঠ । তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

ধৃত প্রশান্ত সরকার

পুলিশ সূত্রের খবর, ‘‘দেশকে গাদ্দারোঁ কো, গোলি মারো...’’এই স্লোগান দেওয়া দলটিতে সোদপুরের বেশ কিছু যুবকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে । তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ অমিত শাহের সভায় যাওয়ার পথে কারা ‘গোলি মারো’ স্লোগান দিয়েছিল, তাদের চিহ্নিতকরণের কাজ চলছে ভিডিয়ো ফুটেজ দেখে ৷ সেই ফুটেজ দেখেই পুলিশ সুজিত বড়ুয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ ধৃত ওই ব্যক্তিও সোদপুরের বাসিন্দা ৷

ABOUT THE AUTHOR

...view details