পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

men arrested for threatening Kolkata judge: অন্ধ্র পুলিশের পরিচয়ে কলকাতায় বিচারকের চেম্বারে ঢুকে অপহরণের হুমকি - কলকাতার অপরাধের খবর

কলকাতার ফাস্ট ট্র্যাক কোর্টের (Kolkata crime news) অতিরিক্ত বিচারকের চেম্বারে ঢুকে নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে (men arrested for threatening Kolkata judge) ৷

2 men arrested as they threatened judge of Kolkata court pretending police officers
পুলিশের পরিচয়ে কলকাতার বিচারকের চেম্বারে ঢুকে অপহরণের হুমকি

By

Published : Mar 10, 2022, 12:56 PM IST

কলকাতা, 10 মার্চ: কলকাতার ফাস্ট ট্র্যাক কোর্টের (Kolkata crime news) অতিরিক্ত বিচারকের ঘরে ঢুকে নিজেদের অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা। একটি বিচারাধীন মামলার রায় অবৈধ ভাবে ঘোষণা করতে হবে এবং তাদের জিতিয়ে দিতে হবে । না হলে বিচারককে তারা আটক করে অন্ধ্রে নিয়ে যাবে। অপহরণকারীরা এই বলেই হুমকি দিয়েছিল বলে অভিযোগ (men arrested for threatening Kolkata judge)৷

খাস কলকাতায় হেয়ার স্ট্রিট থানা এলাকার ঘটনা (men arrested for pretending police officers)। তবে গোটা ঘটনাটাই যে মিথ্যে এবং তারা নিজেদের যে অতিরিক্ত পুলিশ সুপার বলে পরিচয় দিয়েছে সেটাও যে মিথ্যে, এ ব্যাপারটি ধরতে বেশিক্ষণ সময় লাগেনি অতিরিক্ত বিচারকের (men arrested as they threatened judge)। এর পরেই হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হয় । পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অন্ধ্রপ্রদেশের একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের আইডি কার্ড । জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে হায়দরাবাদের বাসিন্দা । তাদের নাম যশপাল শর্মা (41) ও আশিস প্রকাশ পণ্ডিত (40) ৷ দু‘জনের বাড়ি হায়দরাবাদের সুলতান বাজার এলাকায় ।

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, গতকাল বিকেলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগে বলা হয়, কলকাতার ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত বিচারকের চেম্বারে দুই ব্যক্তি জোর করে ঢুকে নিজেদেরকে অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত পুলিশ সুপার বলে পরিচয় দেয় । তাদের একটি মামলা যা কলকাতার ফাস্ট ট্রাক কোর্টে এখনও বিচারাধীন, সেই মামলার রায় তাদের পক্ষে পাইয়ে দেওয়ার জন্য নাকি তারা বিচারককে চাপ দিতে থাকে ।

আরও পড়ুন:Wife Kill Husband: সম্পের্কর টানাপোড়েন, স্বামীকে খুন স্ত্রী'র

অভিযোগ, রায় তাদের পক্ষে না গেলে ওই বিচারককে তারা তখনই আটক করে হায়দরাবাদে নিয়ে যাবে এমন হুমকিও দেওয়া হয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা এবং হেয়ার স্ট্রিট থানার বিশাল পুলিশ বাহিনী । প্রথমে ওই দুই ব্যক্তিকে দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের । এরপর তাদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় । পাশাপাশি যোগাযোগ করা হয় অন্ধ্রপ্রদেশ পুলিশের সঙ্গে । আর সেখান থেকেই জানা যায়, এই নামে কোনও পুলিশ কর্মী তাদের রাজ্যে নেই ।

এরপর সন্দেহ আরও তীব্র হয় তদন্তকারীদের ৷ লাগাতার জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ধৃতরা হায়দরাবাদের বাসিন্দা । কোনও একটি মামলা কলকাতার ফাস্ট ট্র্যাক কোর্টে চলছিল এবং সেই মামলার রায় যাতে নিজেদের পক্ষে যায়, সে জন্যই ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত বিচারককে তারা ভয় দেখাতে এ রাজ্যে এসেছিল । আজ তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ এবং এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজ চালাবেন তদন্তকারীরা ।

তবে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত পুলিশ সুপারের একটি আইডি কার্ড । কিন্তু সংশ্লিষ্ট আইডি কার্ডে যে পুলিশ অফিসারের ছবি দেওয়া রয়েছে, সেই ছবির সঙ্গে ধৃতদের মুখের কোনও মিল নেই বলে লালবাজার সূত্রে খবর । এই ঘটনার নেপথ্যে কি অন্য কোনও চক্র জড়িত রয়েছে ? কীভাবে একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের আইডি কার্ড ধৃতদের কাছে এল ? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা ৷

আরও পড়ুন:Haridevpur Murder : ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরে

ABOUT THE AUTHOR

...view details