পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhowanipore Double Murder case: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে গ্রেফতার 2 - ভবানীপুরে গুজরাতি দম্পতি খুন

ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের (Bhowanipore Double Murder case) ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ ৷ তবে তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় এখনও জানাতে চাননি গোয়েন্দারা ৷

2 arrested in Bhowanipore Double Murder case
ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে গ্রেফতার 2

By

Published : Jun 9, 2022, 9:18 AM IST

কলকাতা, 9 জুন: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় (Bhowanipore Double Murder case) রাতভর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন ওই ব্যবসায়ীর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ । টাকা-পয়সার কারণে ব্যবসায়িক শত্রুতা এবং যে ফ্ল্যাটে ওই পরিবার থাকত সেই ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ।

তবে তদন্তের স্বার্থে এখনই ধৃত দুজনের পরিচয় প্রকাশ্যে আনতে নারাজ লালবাজার । গতকাল রাতেই এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য লালবাজারে নিয়ে আসা হয় । রাতভর চলে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া । এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে এবং গোটা ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা (Bhowanipore Double Murder latest)।

আরও পড়ুন:Bhowanipore Double Murder Update : ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ লালবাজারে

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মসূচি সেরে ভবানীপুরের ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে যান । সেখানে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 99% কাজ করে ফেলেছে । তার পরেই দেখা যায়, রাতে দুজনকে আটক করে লালবাজারে নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় গোয়েন্দাদের তরফে । এরপরই তাদের গ্রেফতারও করা হল ৷

ABOUT THE AUTHOR

...view details