কলকাতা, 9 জুন: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় (Bhowanipore Double Murder case) রাতভর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন ওই ব্যবসায়ীর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ । টাকা-পয়সার কারণে ব্যবসায়িক শত্রুতা এবং যে ফ্ল্যাটে ওই পরিবার থাকত সেই ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ।
তবে তদন্তের স্বার্থে এখনই ধৃত দুজনের পরিচয় প্রকাশ্যে আনতে নারাজ লালবাজার । গতকাল রাতেই এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য লালবাজারে নিয়ে আসা হয় । রাতভর চলে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া । এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে এবং গোটা ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা (Bhowanipore Double Murder latest)।