কলকাতা, 16 অক্টোবর : খোদ কলকাতায় শিল্পীর বাড়ির নিচে স্নাইপার নিয়ে তাক করে রয়েছে দুষ্কৃতীরা । বাড়ি থেকে বেরোলেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে ৷ মার্গ সঙ্গীত শিল্পী রশিদ খানকে (Rashid Khan) ফোনে হুমকি দেওয়ার অভিযোগ গ্রেফতার করা হল দুই যুবককে । তাদের লখনউ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার ৷ জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা ৷
লালবাজার সূত্রের খবর, 9 অক্টোবর নেতাজি নগর থানায় নাকতলার বাসিন্দা গায়ক রশিদ খান একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান, কিছুদিন তাঁর বাড়ির গাড়িচালক হিসাবে এক যুবক কাজ করেছিল । কিন্তু তার ব্যবহার অত্যন্ত খারাপ হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় । তারপর থেকেই বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে শিল্পীকে । বলা হচ্ছে, যদি তিনি বাড়ির বাইরে বের হন তাহলে তাঁর মেয়ে এবং পরিবারসুদ্ধ প্রত্যেককেই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে । তাঁর বাড়ির নিচেই নাকি স্নাইপার নিয়ে তাক করে রয়েছে দুষ্কৃতীরা । পাশাপাশি এসবের থেকে মুক্তিপণও দাবি করা হয় ৷ 50 লক্ষ টাকা দিতে বলা হয় ।