পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Rashid Khan : সঙ্গীত শিল্পী রশিদ খানকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার 2

হিন্দুস্থানী মার্গ সঙ্গীত শিল্পী রশিদ খানকে (Rashid Khan) ফোনে হুমকি দেওয়ার অভিযোগ গ্রেফতার করা হল দু'জনকে । তাদের লখনউ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চালাচ্ছে লালবাজার ৷

Rashid Khan
threat call to classical singer Rashid Khan

By

Published : Oct 16, 2021, 10:53 AM IST

কলকাতা, 16 অক্টোবর : খোদ কলকাতায় শিল্পীর বাড়ির নিচে স্নাইপার নিয়ে তাক করে রয়েছে দুষ্কৃতীরা । বাড়ি থেকে বেরোলেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে ৷ মার্গ সঙ্গীত শিল্পী রশিদ খানকে (Rashid Khan) ফোনে হুমকি দেওয়ার অভিযোগ গ্রেফতার করা হল দুই যুবককে । তাদের লখনউ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার ৷ জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা ৷

লালবাজার সূত্রের খবর, 9 অক্টোবর নেতাজি নগর থানায় নাকতলার বাসিন্দা গায়ক রশিদ খান একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান, কিছুদিন তাঁর বাড়ির গাড়িচালক হিসাবে এক যুবক কাজ করেছিল । কিন্তু তার ব্যবহার অত্যন্ত খারাপ হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় । তারপর থেকেই বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে শিল্পীকে । বলা হচ্ছে, যদি তিনি বাড়ির বাইরে বের হন তাহলে তাঁর মেয়ে এবং পরিবারসুদ্ধ প্রত্যেককেই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে । তাঁর বাড়ির নিচেই নাকি স্নাইপার নিয়ে তাক করে রয়েছে দুষ্কৃতীরা । পাশাপাশি এসবের থেকে মুক্তিপণও দাবি করা হয় ৷ 50 লক্ষ টাকা দিতে বলা হয় ।

এরপরই সঙ্গে সঙ্গে সেই খবর চলে যায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকদের কাছে । পুলিশ জানায়, ওই গাড়িচালককে কী কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তা খতিয়ে দেখা হয় । এরপরই তোলাবাজি, হুমকি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷ পাশাপাশি ঘটনাটি সমন্তরালভাবে তদন্ত করে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, ফোন নম্বরগুলির লোকেশন ট্র্যাক করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম আধিকারিকরা । এরপরই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা লখনউ থেকে দুই যুবককে গ্রেফতার করে । তাদের নাম দীপক উলকান ও অবিনাশ কুমার ভারতী ৷ অবিনাশ ছিল শিল্পীর বাড়ির গাড়ি চালক । তাকেই বরখাস্ত করা হয়েছিল । ধৃতদের নিজেদের হেফাজতে নিচ্ছেন লালবাজারের গোয়েন্দারা ।

আরও পড়ুন : Malda Money Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার নগদ 15 লক্ষ, 24 টি চোরাই স্মার্টফোন

ABOUT THE AUTHOR

...view details