পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

খুলছে কালীঘাট মন্দির - kalighat temple

1 জুলাই রথের দিন খুলতে চলেছে কালীঘাট মন্দির । তবে কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভক্তদের কিছু বিধিনিষেধ মানতে হবে ।

ছবি
ছবি

By

Published : Jun 21, 2020, 7:29 AM IST

কলকাতা, 21 জুন : অবশেষে খুলতে চলেছে কালীঘাট মন্দির । 1 জুলাই রথের দিন মন্দির খুলবে বলে জানানো হয়েছে । তবে কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভক্তদের অবাধ প্রবেশ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ । জানানো হয়েছে, একসঙ্গে 10 জনের বেশি কেউ মন্দিরে প্রবেশ করতে পারবে না । গর্ভগৃহে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

মন্দির, মসজিদ, গির্জা সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য অনেক আগেই নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কোরোনা সংক্রমণের মাঝে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে তারাপীঠ, কালীঘাটের মতো মন্দির খোলা নিয়ে দ্বিধায় ছিলেন কর্তৃপক্ষরা । অবশেষে একে একে খুলে যাচ্ছে মন্দিরগুলি । ইতিমধ্যেই তারাপীঠ মন্দির খুলছে বলে জানা গেছে।

তবে সুরক্ষা বলয়ের মধ্যেই পুজো দিতে হবে ভক্তদের । এজন্য থাকছে বেশ কড়াকড়িও । মন্দিরের প্রবেশ দ্বারের কাছেই থাকবে স্যানিটাইজ়ার টানেল । এই টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে । দর্শনার্থীদের মাস্ক, গ্লাভস পরে 6 ফুট দূরত্ব বজায় রেখে পুজো দিতে হবে । নতুন নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে হবে দু'নম্বর প্রবেশদ্বার দিয়ে । বের হতে হবে চার নম্বর গেট দিয়ে । সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রথম ধাপে মন্দির খোলা থাকবে । দ্বিতীয় ধাপে বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

ABOUT THE AUTHOR

...view details