পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার - CESC

কলকাতা পৌরনিগমের 108নং ওয়ার্ডের বানতলার নাটতলা এলাকায় প্রায় 30 বছর ধরে বসবাস করছে 17টি পরিবার (17 Families of Ward No 108 Without Electricity in Kolkata) ৷ কিন্তু, এতগুলো বছরেও তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছয়নি ৷ যা নিয়ে এবার কলকাতা পৌরনিগমের অধিবেশনে সরব হলেন স্থানীয় কাউন্সিলর ৷

17 Families of Ward No 108 Without Electricity in Kolkata
17 Families of Ward No 108 Without Electricity in Kolkata

By

Published : Apr 23, 2022, 12:00 PM IST

কলকাতা, 23 এপ্রিল : কলকাতা পৌরনিগম এবং রাজপুর-সোনারপুর পৌরসভার সীমানা লাগোয়া এলাকা বানতলার নাটতলা ৷ এই এলাকাটি কলকাতা পৌরনিগমের 108নং ওয়ার্ডের অন্তর্গত ৷ এখানেই বহু বছর ধরে বসবাস করছে 17টি পরিবার ৷ কিন্তু, বিদ্যুৎ সংযোগ কী জিনিস, তা তাঁরা জানেন না ৷ কারণ, ন্যূনতম বিদ্যুৎ পরিষেবাটাই ওই বাড়িগুলিতে পৌঁছয়নি (17 Families Live Without Electricity in Kolkata) ৷ বারে বারে আবেদন করলেও সিইএসসি বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না বলে অভিযোগ করলেন 108নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ কলকাতা পৌরনিগমের (Calcutta Municipal Corporation) মাসিক অধিবেশনে তিনি এই বিষয়টি তুলে ধরেন ৷ পাশাপাশি হতদরিদ্র পরিবারগুলি যাতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পায়, সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানান কাউন্সিলর ৷

কলকাতা পৌরনিগম 108নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওই এলাকায় প্রায় 30 বছরের বেশি সময় ধরে আদিবাসী মৎস্যজীবী পরিবারদের বসবাস ৷ স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের সাহায্য নিয়ে তাঁরা সিইএসসি’র কাছে অন্তত আটবার আবেদন করেছেন ৷ কিন্তু, সিইএসসি’র তরফে কোনও সাড়া পাওয়া যায়নি ৷ কারণ, ওই বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে বিপুল পরিমাণ টাকা চাওয়া করা হয়েছে ৷ যা ওই পরিবারগুলির তরফে দেওয়া সম্ভব নয় ৷

আরও পড়ুন : Arms Recovered in Narkeldanga : নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মারধর, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1

সুশান্তবাবু পৌরনিগমের অধিবেশনে জানিয়েছেন, ওই বাড়িগুলি থেকে সিইএসসি’র মূল বিদ্যুতের খুঁটি প্রায় দেড় থেকে দু’কিলোমিটার দূরে ৷ সিইএসসি এই লম্বা দূরত্বে বিদ্যুতের খুঁটি বসাতে পরিবারগুলির কাছ থেকে বিশাল অঙ্কের টাকা চেয়েছে ৷ যা তাঁদের পক্ষে দেওয়া কোনও মতেই সম্ভব নয় ৷ এ নিয়ে সিইএসসি কর্তৃপক্ষকে তাদের মূল বিদ্যুতের খুঁটি কাছাকাছি বসাতে বলা হয়েছিল ৷ কিন্তু, সিইএসসি তা করতে চায়নি ৷ কাউন্সিলরের অভিযোগ, ওই এলাকা লাগায়ো বিভিন্ন সরকারি জমিতে বিনা পরিদর্শনে বিভিন্ন কারখানায় 440 ভোল্টের লাইন দিয়েছে সিইএসসি ৷ যা সম্পূর্ণ বেআইনি বলে অধিবেশনে অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগম এলাকার নাগরিক হয়েও বিদ্যুৎ না পাওয়া নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন সুশান্ত ঘোষ ৷

আরও পড়ুন : WBSEDCL Workers Attacked : বকেয়া বিদ্যুৎ বিল, সংযোগ বিচ্ছিন্ন করতে আসা কর্মীদের পিটিয়ে গ্রেফতার এক

কলকাতা পৌরনিগমের অধিবেশনে এ নিয়ে মেয়রের হস্তক্ষেপ দাবি করেছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ ঘটনাটি নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘সত্যিই এই ঘটনা মানা যায় না ৷ ওই 17টি পরিবারকে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সিইএসসি’র সঙ্গে আমরা কথা বলব ৷’’ এখন দেখার মেয়রের হস্তক্ষেপে 108নং ওয়ার্ডের বানতলার নাটতলা এলাকার ওই সতেরোটি দরিদ্র পরিবার বিদ্যুৎ পরিষেবা পায় কিনা ৷

ABOUT THE AUTHOR

...view details