কলকাতা, 23 এপ্রিল : কলকাতা পৌরনিগম এবং রাজপুর-সোনারপুর পৌরসভার সীমানা লাগোয়া এলাকা বানতলার নাটতলা ৷ এই এলাকাটি কলকাতা পৌরনিগমের 108নং ওয়ার্ডের অন্তর্গত ৷ এখানেই বহু বছর ধরে বসবাস করছে 17টি পরিবার ৷ কিন্তু, বিদ্যুৎ সংযোগ কী জিনিস, তা তাঁরা জানেন না ৷ কারণ, ন্যূনতম বিদ্যুৎ পরিষেবাটাই ওই বাড়িগুলিতে পৌঁছয়নি (17 Families Live Without Electricity in Kolkata) ৷ বারে বারে আবেদন করলেও সিইএসসি বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না বলে অভিযোগ করলেন 108নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ কলকাতা পৌরনিগমের (Calcutta Municipal Corporation) মাসিক অধিবেশনে তিনি এই বিষয়টি তুলে ধরেন ৷ পাশাপাশি হতদরিদ্র পরিবারগুলি যাতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পায়, সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানান কাউন্সিলর ৷
কলকাতা পৌরনিগম 108নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওই এলাকায় প্রায় 30 বছরের বেশি সময় ধরে আদিবাসী মৎস্যজীবী পরিবারদের বসবাস ৷ স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের সাহায্য নিয়ে তাঁরা সিইএসসি’র কাছে অন্তত আটবার আবেদন করেছেন ৷ কিন্তু, সিইএসসি’র তরফে কোনও সাড়া পাওয়া যায়নি ৷ কারণ, ওই বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে বিপুল পরিমাণ টাকা চাওয়া করা হয়েছে ৷ যা ওই পরিবারগুলির তরফে দেওয়া সম্ভব নয় ৷
আরও পড়ুন : Arms Recovered in Narkeldanga : নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মারধর, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1