কলকাতা, 1 জুলাই : ভুল বোঝাবুঝির কারণে মানুষের থেকে বহু দূরে সরে গিয়েছে বামফ্রন্ট । ক্ষমা চেয়ে বামপন্থীদের প্রতি আস্থা ফেরানোর পরামর্শ দিলেন বাম নেতারা । BJP ও তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামতে রণকৌশল ঠিক করতেই বৈঠক করলেন CPI(M) দলের নেতারা । নতুন প্রজন্মকে উৎসাহিত করতে একাধিক পার্টির ক্লাস চালু করারও সিদ্ধান্ত নেয় বাম নেতৃত্বরা । পাহাড় থেকে সমুদ্র সর্বত্র বামপন্থী এবং সহযোগী দলগুলি মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কথা জানাল বামেরা ।
মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে উপস্থিত ছিল 16 টি বাম দলের নেতৃত্ব । বাম দলগুলির মধ্যে অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি, মনোমালিন্য মেটাতে ও জনসংযোগ বাড়াতে একত্রিত হয়েছিল । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলাদা আলাদাভাবে প্রত্যেকটি শরিকদল ও সহযোগী দলের সঙ্গে কথা বলেন । তাদের অভাব অভিযোগ শোনেন । কিছু কিছু ক্ষেত্রে পরামর্শ দেন ।