কলকাতা, 9 জুন : ভবানীপুর গুজরাতি দম্পতি খুনের ঘটনায় ধৃত তিনজনকে আজ আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় (Bhowanipore Gujarati Couple Murder)। সেখানেই বিচারক তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।
ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা জানতে পেরেছেন, এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে । পুলিশের অনুমান, অভিযুক্তরা ঘটনার দিন প্রথম ভবানীপুর থেকে বাস বা ট্যাক্সি করে লিলুয়ায় যায় ৷ এরপর সেখান থেকে যায় হাওড়ার শালিমার স্টেশন ৷ তারপর তারা ট্রেন ধরে ভিন রাজ্যে পাড়ি দেয় । ইতিমধ্যেই বিহার, ওড়িশা এবং গুজরাতের পুলিশের সঙ্গে যোগাযোগ করছে লালবাজারের গোয়েন্দারা । ফলে এদিন আদালতে পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে এই ঘটনায় অন্যান্য অভিযুক্ত বর্তমানে পলাতক । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ফলে তাদের পুলিশ-হেফাজত দেওয়া হোক । এরপরই 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত (14 days police custody of accused in Bhowanipore Double Murder case)।