কলকাতা, 19 মে: একদিনে রাজ্যে নতুন করে কোরোনা সংক্রমিত হলেন 136 জন ৷ আজকের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 2961 ৷ গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ছয়জন ৷
একলাফে ফের বাড়ল রাজ্যে আক্রান্তের সংখ্যা ৷ তিন হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ কোরোনা ভাইরাসে আজ রাজ্যে ফের আক্রান্ত হলেন 136 জন ৷ অন্যদিকে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ আজ ছয়জনের মৃত্যু নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছাল 184 ৷ কো-মর্ডিবিটিতে মৃত্যু হয়েছে 72 জনের ৷