পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TET-এ সফল 130, ইন্টারভিউতে ডাক পেলেন 37 জন - 130 litigant qualified TET Exam

130 জন টেট পরীক্ষায় সফল মামলাকারীর মধ্যে মাত্র 37 জন ইন্টারভিউতে ডাক পেয়েছেন । 15 জানুয়ারি সকাল 11 থেকে পাঁচটা পর্যন্ত সল্টলেকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে ।

130 litigant qualified TET Exam
বিকাশ ভবন

By

Published : Jan 9, 2020, 8:20 PM IST

Updated : Jan 9, 2020, 8:34 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : 2014 সালের TET-পরীক্ষার প্রশ্নপত্রে ছয়টি প্রশ্ন ভুল থাকায় মামলা করা হয় হাইকোর্টে ৷ পরে ওই ছয়টি প্রশ্নের জন্য মামলাকারীদের নম্বর দিয়ে পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ 175 জন মামলাকারীর TET-র উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ৷ পুনর্মূল্যায়নের পর তাঁদের মধ্যে 130 জন সফল হয়েছিলেন টেট পরীক্ষায় । তারপরই তাঁদের পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি 2016 অনুযায়ী নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয় । অনলাইনে আবেদন, স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের পর এবার ইন্টারভিউয়ের পালা । আর তাতেই দেখা যাচ্ছে, ১৩০ জন টেট পরীক্ষায় সফল মামলাকারীর মধ্যে মাত্র 37 জন ইন্টারভিউতে ডাক পেয়েছেন । 15 জানুয়ারি তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পর্ষদ ।

উল্লেখ্য 2014 সালের TET-র পরিক্ষার প্রশ্নপত্রে মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল । বিষয়টি নিয়ে মামলা হয় হাইকোর্টে । সেই মামলায় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের পুরো নম্বর দিতে হবে । সেই নির্দেশ অনুযায়ী, 2014 সালের প্রাথমিক TET-র ভুল প্রশ্ন মামলায় 175 জন মামলাকারীর TET-র OMR শিট পুনর্মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা পর্যদ ৷ গত বছর 25 সেপ্টেম্বর তার ফল প্রকাশ পাই । ফল প্রকাশের পর দেখা যায় 175 জন মামলাকারীর মধ্যে 130 জন TET পরীক্ষায় সফল হয়েছেন ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চালু করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ । প্রথমেই পুনর্মূল্যায়নের পর যে 130 জন মামলাকারী 2014 সালের TET-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ । অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয় আবেদনের সেই বিজ্ঞপ্তিতে । তাতে উল্লেখ করা হয়েছিল, আবেদনের পর আবেদনকারীদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হবে । তারপরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকা হবে । তারপরে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টে প্রাপ্ত নম্বর, TET-এ প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে নিয়োগ করা হবে ।

ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাক পেয়েছেন তাঁদের নামের তালিকা

ইতিমধ্যেই নথিপত্র যাচাই হয়ে গেছে আবেদনকারীদের । এবার তাঁদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ । গত 7 জানুয়ারি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ । সেখানে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 6টি ভুল প্রশ্নের জন্য নম্বর দিয়ে মামলাকারীদের OMR শিট পুনর্মূল্যায়নের পর অনেকেই 2014 সালের TET সফল হয়েছেন । পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি 2016 অনুযায়ী, তাঁদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হয়েছে গত বছর 7 নভেম্বর । এই নিয়োগ বিধি অনুযায়ী, 15 জানুয়ারি সকাল 11 থেকে পাঁচটা পর্যন্ত সল্টলেকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে । যে 37 জন মামলাকারী প্রার্থী ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাক পেয়েছেন তাঁদের নামের তালিকাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ।

Last Updated : Jan 9, 2020, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details