পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হরিদেবপুরে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার 2 - যৌন নির্যাতনের অভিযোগ

অভিযোগ, দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালাত দুই প্রতিবেশী । অভিযুক্তদের মধ্যে একজন ট্যাক্সিচালক ।

physical assault
physical assault

By

Published : Nov 18, 2020, 11:32 AM IST

কলকাতা, 18 নভেম্বর : দিনের পর দিন ধরে যৌন নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ । একথা কাউকে বললে প্রাণনাশের হুমকিও নাকি দেওয়া হয় । গতকাল অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা । হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

হরিদেবপুর এলাকায় ওই নাবালিকার বাড়ি । অভিযোগ, দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালাত দুই প্রতিবেশী । অভিযুক্তদের মধ্যে একজন প্রৌঢ় । সে পেশায় ট্যাক্সিচালক । আর একজন বৃদ্ধ ।

গতকাল সবকিছু জানার পর ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে গিয়ে হরিদেবপুর থানায় অভিযোগ জানান তার মা । এরপর নাবালিকার শারীরিক পরীক্ষাও করা হয় ।

POCSO আইনে মামলা দায়ের করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ তাদের আলিপুর আদালতে তোলা হবে ।

ABOUT THE AUTHOR

...view details