কলকাতা, 14 অক্টোবর: কলকাতা হাইকোর্টের নির্দেশে মোমিনপুর কাণ্ডে সিট গঠন করল কলকাতা পুলিশ ৷ সংশ্লিষ্ট সিটের মাথায় রয়েছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Kolkata CP Vineet Goyal) ৷ সঙ্গে এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ৷ এছাড়াও থাকছেন 3 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 5 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সরে 1 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের আধিকারিক ৷ মোট 13 জন পুলিশ আধিকারিককে নিয়ে এই সিট গঠন করেছে কলকাতা পুলিশ (13 Members SIT Form in Mominpur Incident) ৷
প্রসঙ্গত, গত বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একবালপুর কাণ্ডে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই দিনই কমিশনার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, হাইকোর্টের যা নির্দেশ থাকবে, সেই মতো সিট গঠন করবেন তাঁরা ৷