পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mominpur Incident: মোমিনপুর কাণ্ডে বিনীতের নেতৃত্বে 13 সদস্যের সিট গঠন লালবাজারের - কলকাতা হাইকোর্ট

মোমিনপুর কাণ্ডে 13 সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ (13 Members SIT Form in Mominpur Incident) ৷ নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Kolkata CP Vineet Goyal) ৷ হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এই সিট গঠন করা হয়েছে ৷

13 Members SIT Form in Mominpur Incident Led by Kolkata CP Vineet Goyal
13 Members SIT Form in Mominpur Incident Led by Kolkata CP Vineet Goyal

By

Published : Oct 14, 2022, 10:28 AM IST

Updated : Oct 14, 2022, 10:34 AM IST

কলকাতা, 14 অক্টোবর: কলকাতা হাইকোর্টের নির্দেশে মোমিনপুর কাণ্ডে সিট গঠন করল কলকাতা পুলিশ ৷ সংশ্লিষ্ট সিটের মাথায় রয়েছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Kolkata CP Vineet Goyal) ৷ সঙ্গে এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ৷ এছাড়াও থাকছেন 3 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 5 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সরে 1 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের আধিকারিক ৷ মোট 13 জন পুলিশ আধিকারিককে নিয়ে এই সিট গঠন করেছে কলকাতা পুলিশ (13 Members SIT Form in Mominpur Incident) ৷

প্রসঙ্গত, গত বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একবালপুর কাণ্ডে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই দিনই কমিশনার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, হাইকোর্টের যা নির্দেশ থাকবে, সেই মতো সিট গঠন করবেন তাঁরা ৷

প্রসঙ্গত, 9 অক্টোবর লক্ষ্মীপুজোর আগের রাতে একবালপুর-মোমিনপুর এলাকার হোসেন শাহি রোড এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ কীভাবে সেই উত্তেজনা ছড়িয়ে ছিল, তা জানতে কলকাতা হাইকোর্টে নির্দেশে এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সেই রাতে উত্তেজনা থামাতে গেলে কলকাতা পুলিশের তিনজন আইপিএস আধিকারিক গুরুতর জখম হন ৷ পাশাপাশি কলকাতা পুলিশের অন্যান্য পুলিশ কর্মীরাও আহত হন ৷

আরও পড়ুন:মোমিনপুর ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর

লালবাজার সূত্রের খবর, ঘটনাটি প্রাথমিক পর্যায়ে থেমে গিয়েছিল ৷ কিন্তু, সোশাল মিডিয়ায় সেই ঘটনা চাউর হতেই, নতুন করে সমস্যা তৈরি হয় ৷ পরে কলকাতা পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিস্থিতি শান্ত হয় ৷ পুলিশ কমিশনার জানিয়েছিলেন, ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয়েছিল ৷ পাশাপাশি, সাধারণ মানুষকে নির্ভয় সেখানে কাজকর্মে যাওয়ার আশ্বাসও দেন কমিশনার ৷

Last Updated : Oct 14, 2022, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details