কলকাতা 9 জুলাই : রাজ্যের কনটেইনমেন্ট এলাকাগুলোতে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। চলতি মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত হাইকোর্টের সমস্ত কাজকর্ম বাতিল থাকবে ।
কলকাতা হাইকোর্ট বন্ধ, 10 থেকে 13 জুলাই পর্যন্ত
কলকাতা হাইকোর্টের সমস্ত কাজকর্ম বাতিল থাকবে আগামী 10 থেকে 13 জুলাই পর্যন্ত। নির্দেশ প্রধান বিচারপতির ।
কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজ্যে নতুন করে লকডাউন ঘোষণা ও হাইকোর্টের সমস্ত বিল্ডিং স্যানিটাইজেশনের জন্য 10 থেকে 13 জুলাই হাইকোর্টের সমস্ত কাজকর্ম বাতিল থাকবে । নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ।
গত 7 জুলাই থেকে আইনজীবীরা ফিজিক্যাল কোর্টের ব্যাপারে সম্মতি জানালেও গত কয়েকদিন ধরেই আদালতের কাজকর্ম চলছে ঢিমেতালে ।আজও আদালত চত্বরে লোকজনের আনাগোনা তেমন ছিল না । কয়েকটি মাত্র বেঞ্চে শুনানি হয়েছে মামলার । আদালতকক্ষে দুই পক্ষের উপস্থিতিতে শুনানির কাজকর্ম শুরু হলেও এখনও বেশিরভাগ মামলারই শুনানি হচ্ছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ।
প্রসঙ্গত প্রায় সাড়ে তিন মাসের বেশি সময় ধরে কোরোনা পরিস্থিতির জন্য কলকাতা হাইকোর্টে শুধুমাত্র জরুরিভিত্তিক মামলাগুলির শুনানি চলছে । আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে আইনজীবী-সহ অন্যান্যদের আনাগোনা আস্তে আস্তে বাড়ছে আদালত চত্বরে । কিন্তু কলকাতার বহু কনটেইনমেন্ট জোনে পুনরায় লকডাউন ঘোষণার জন্যই আবার কয়েক দিনের জন্য হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ।