কলকাতা, 29 ডিসেম্বর :ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের (100 Years of Victoria Memorial Hall) প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি ৷ 1921 সালের 28 ডিসেম্বর ব্রিটেনের রানির স্মরণে তৈরি এই প্রাসাদের দ্বারোদ্ঘাটন করা হয়েছিল ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণকাজ শুরু হয় 1906 সালের 4 জানুয়ারি ৷ সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন ‘প্রিন্স অফ ওয়েলস’ ৷ পরবর্তীতে যিনি রাজা পঞ্চম জর্জ হিসাবে পরিচিত হন ৷ ভিক্টোরিয়ার দ্বারোদ্ঘাটন হয় তাঁরই ছেলের হাতে ৷ পঞ্চম জর্জ রাজা ঘোষিত হওয়ার তাঁর এই ছেলেই তখন ওয়েলসের নতুন যুবরাজ ৷ পরে তাঁর পরিচয় হয় রাজা সপ্তম এডওয়ার্ড হিসাবে ৷ তথ্য বলছে, সেই সময় ভারত সফরে এসেছিলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস ৷ ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্যের হাতে উপহার হিসাবে ভিক্টোরিয়াকে তুলে দেওয়া হয়েছিল ৷ নির্মাতাদের তরফে সেই দায়িত্ব সেরেছিলেন বিশিষ্ট শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷
আরও পড়ুন :Snowfall In Darjeeling: শৈলরানিতে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল
প্রসঙ্গত, কলকাতায় যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, তখন এই শহরই ছিল ভারতে ব্রিটিশরাজের রাজধানী ৷ কিন্তু, পরবর্তীতে 1911 সালে দিল্লিকে নতুন রাজধানী ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ ৷ তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যখন উদ্বোধন করা হয়, তখন কলকাতার প্রশাসনিক গুরুত্ব আগের তুলনায় কমেছিল ৷ অথচ দিল্লিতে তখনও চলছে রাজধানী গড়ার কাজ ৷