কলকাতা, 2 অগস্ট : এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় 100 শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করানো হল ৷ সোমবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি মহুয়া দাস । মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিকের 100 শতাংশ ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দিল সংসদ ।
উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় অকৃতকার্য পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বিক্ষোভ । অনেক জায়গায় ভাঙচুরও চলে ৷ বিক্ষোভকারীদের দাবি, পরীক্ষা না নিয়েই কীসের ভিত্তিতে তাদের অকৃতকার্য ঘোষণা করা হল ? তাই তারা পাশ করানোর দাবি জানায় ৷
রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নবান্ন থেকেও বিষয়টিকে সহানুভূতি দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় সংসদকে । এরপরই 28 জুলাই সংসদের তরফে 100 শতাংশ পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 18 হাজার অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করানোর কথা জানানো হয় ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি মহুয়া দাস বলেন, "বেশ কিছু স্কুল থেকে যে নম্বর পাঠানো হয়েছিল তা ত্রুটিপূর্ণ ছিল । তবে এবার সংসদ থেকে একদিনের বিজ্ঞপ্তিতে 18 হাজার অকৃতকার্য পরীক্ষার্থীর মার্কশিট ঠিক করে সেগুলিকে আবার স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে । করোনাকালে রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে একাধিক জটিলতা ছিল ।"
আরও পড়ুন : HS Result : 100 শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের