পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জীবাণুমুক্ত করতে চলতি সপ্তাহেই কলকাতায় 100টি ফগিং মেশিন

আরও 100 টি ফগিং মেশিন আসতে চলেছে চলতি সপ্তাহে । কোরোনা রুখতে তৎপর কলকাতা পৌরনিগম ।

KMC
আরও 100 টি ফগিং মেশিন

By

Published : Mar 30, 2020, 3:07 PM IST

কলকাতা, 30 মার্চ : কোরোনা সংক্রমণ প্রতিরোধে আরও তৎপর হল কলকাতা পৌরনিগম । এখনও পর্যন্ত কলকাতায় 20টি ফগিং মেশিন দিয়ে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে । চলতি সপ্তাহে আরও 100টি ফগিং মেশিন আনা হচ্ছে কলকাতা পৌরনিগমে ।

কলকাতার রাজপথ ও গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যে স্প্রে করা হচ্ছে এই ফগিং মেশিনের মাধ্যমে । বৃহস্পতিবার থেকে বেশি করে জীবাণুনাশক ছড়ানো হবে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছেন, "কলকাতায় বহু সরু গলি, ঘিঞ্জি বস্তি এলাকা রয়েছে । সেখানে জীবাণুনাশক ছড়ানো হবে । সংক্রমণ রুখতে এই পদক্ষেপ করা হয়েছে ।"

100 টি ফগিং মেশিন আসতে চলেছে কলকাতায়

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, কয়েকদিন আগেই ফগিং মেশিনগুলির কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । ইতিমধ্যে তা কেনার প্রক্রিয়া শেষ হয়েছে । মেশিনগুলি কলকাতা পৌরনিগমে আগামী বুধবারের মধ্যে এসে পৌঁছাবে । তারপর শুরু হবে জীবাণুমুক্তকরণ ।

ABOUT THE AUTHOR

...view details