পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona in Calcutta Medical College: পরীক্ষার আগেই করোনা আতঙ্ক কলকাতা মেডিক্যাল কলেজে, আক্রান্ত 10 পড়ুয়া - রাজ্যে করোনা

এমবিবিএস-এর তৃতীয় সেমেস্টারের পরীক্ষার আগেই করোনা আতঙ্ক আরও বাড়ল কলকাতা মেডিক্যাল কলেজে (Corona in Calcutta Medical College)৷ নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 10 ৷ অন্য ঘরে বসে পরীক্ষা দেবেন করোনা আক্রান্ত পড়ুয়ারা ৷

10 students test corona positive in Calcutta Medical College
পরীক্ষার আগেই করোনা আতঙ্ক কলকাতা মেডিক্যাল কলেজে, আক্রান্ত 10 পড়ুয়া

By

Published : Jun 27, 2022, 11:24 AM IST

কলকাতা, 27 জুন: কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনা আতঙ্ক । চার থেকে বেড়ে 10 জন পড়ুয়ার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে (Corona in Calcutta Medical College)। শুক্রবার কোভিডে আক্রান্ত ছিলেন 4 জন । আজ সেটা বেড়ে 10 হয়েছে । কয়েকজন ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে । বাকি পড়ুয়ারা হস্টেলে আইসোলেশনে রয়েছেন ।

অন্যদিকে আগামিকাল থেকে শুরু হচ্ছে এমবিবিএস-এর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা (Students test corona positive)। সব করোনা আক্রান্ত পড়ুয়া পরীক্ষা দেবে আলাদা একটি ঘরে । বাকি পড়ুয়ারা পরীক্ষা দেবে অন্য ঘরে । মেডিক্যাল কলেজ সূত্রে খবর, সব পরীক্ষার্থী র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে হলে প্রবেশের অনুমতি পাবেন । যে সকল পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে অন্য ঘরে ৷

যে 10 জন পড়ুয়া আক্রান্ত হয়েছেন তাঁরা ছাড়াও বেশ কয়েকজনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে । তাঁদেরও অবিলম্বে কোভিড পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:West Bengal Corona Update : রাজ্যে কমল করোনা সংক্রমণের হার, গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত 493

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে (Corona in West Bengal)৷ রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 493 জন ৷ শনিবার এই সংখ্যা ছিল 235 জন ৷ রাজ্যে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে 5.11 শতাংশ (Corona Positivity Rate in Bengal) ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ প্রাণ হারাননি ৷

ABOUT THE AUTHOR

...view details