পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP-র ভার্চুয়াল সভায় আরও 10 কেন্দ্রীয় নেতৃত্ব

সফল অমিত শাহর ভার্চুয়াল জনসভা৷ সে কথা মাথায় রেখেই এবার প্রতিমাসে 2 টি করে ভার্চুয়াল জনসভার পরিকল্পনা BJP-র৷ যেখানে আগামীতে অংশগ্রহণ করতে পারেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানী, বিপ্লব দেব, নির্মলা সিতারমন, রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর প্রমুখ৷

BJP's next virtual rally
যোগী আদিত্যনাথ৷

By

Published : Jun 13, 2020, 12:53 AM IST

কলকাতা, 12 জুন: এতদিনে পরিষ্কার 2021 বিধানসভা নির্বাচনই লক্ষ্য BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল জনসভা সফল হয়েছে বলে মনে করছে বঙ্গ BJP। এবার পরবর্তী ভার্চুয়াল সভার নেতাদের তালিকা চূড়ান্ত করল নেতৃত্ব। সেই তালিকায় স্টার ক্যাম্পেনার হিসেবে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিমাসে অন্তত 2 টি করে ভার্চুয়াল জনসভার পরিকল্পনা নিয়েছে বঙ্গ BJP।

BJP সূত্রে খবর, প্রচারে তৃণমূলের থেকে এগিয়ে থাকতে চাইছে তারা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ বিশেষভাবে বাংলার জন্য সময় দিচ্ছেন। অন্যদিকে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রতি মাসে রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করছেন। লক্ষ্য একটাই, বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটানো। কোরোনা ও আমফানের ফলে গত 3 মাস কোনও কর্মসূচি হয়নি। এমনকী এখনও সব জেলার সবরকম কর্মসূচি বন্ধ আছে। তাই বুথ স্থরের কর্মীদের মনোবল চাঙ্গা করতেই প্রতিমাসে অন্তত 2 টি করে ভার্চুয়াল জনসভার আয়েজন করতে চাইছে দল। ভার্চুয়াল দলীয় সভার জন্য BJP-র IT সেল সব কটি জেলায় অনলাইন পরিকাঠামো তৈরি করেছে। এভাবেই জেলায় দলীয় সংযোগ বাড়াতে চাইছে বঙ্গ BJP৷

ভার্চুয়াল সভা করতে পারেন বিপ্লব দেব৷

এই বিষয়ে দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আমরা ভার্চুয়াল জনসভার জন্য দিল্লির 10 জন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর বিষয়ে দরবার করেছি। খুব শীঘ্রই সেই চুড়ান্ত তালিকা পেয়ে যাব। প্রথম পর্যায়ে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে অন্তত 2 টি করে জনসভা করার পরিকল্পনা করেছি।"

ABOUT THE AUTHOR

...view details