কলকাতা, 13 নভেম্বর : চলতি মাসের শুরুতে বড়বাজারে শাড়ির গদিতে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতীরা । চলে গুলিও । ঘটনায় গদির এক মালিক আহত হন । গ্রেপ্তার করা হয়েছিল রাজস্থান গ্যাঙের দুজনকে । গতকাল আরও একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ।
গতকাল বছর তিরিশের যুবক রবিন্দর ওঝাকে গ্রেপ্তার করে পুলিশ । সে বিকানেরের নয়া সদরের বাসিন্দা। আদালতে তোলা হলে তাকে 20 নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক ।
2 নভেম্বর 168বি-র কটন স্ট্রিটের পাঁচতলা একটি অফিসে হানা দেয় অফিসেরই প্রাক্তন কর্মী কিষাণ ওরফে রবি । তার সঙ্গে ছিল রাজস্থান গ্যাঙের সদস্যরা । কিষাণ জানত, গদির তলায় টাকা থাকে । তিন জন মিলে গদির মালিক রাম অবতার পারেখকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা চায় ।
রাম টাকা দিতে রাজি না হলে গুলি চালায় । আর সেই গুলিতে আহত হয় রাম । গুলির শব্দে আশপাশের লোকজন জড়ো হওয়ায় কিষাণ ধরা পড়ে । পর দিন অক্ষয় শর্মা ওরফে সুরেশ নামে দলের আরও একজন পুলিশের হাতে ধরা পড়ে ।