পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Salua Firing : জওয়ানদের প্রশিক্ষণে চলা গুলি ছুটল 2 কিলোমিটার, জখম কিশোরী - গুলিতে আহত

ইএফআর ক্যাম্পে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন জওয়ানরা ৷ সেই গুলি লাগে এক কিশোরীর গায়ে ৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে খড়্গপুরের সালুয়ায় ৷

teenage girl injured by cartridge near salua EFR camp
Salua Firing : প্রশিক্ষণে চলা গুলি ছুটল 2 কিলোমিটার, জখম কিশোরী

By

Published : Oct 29, 2021, 6:49 PM IST

খড়্গপুর, 29 অক্টোবর : ইএফআর ক্যাম্পে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা ৷ গুলিতে জখম স্কুল পড়ুয়া ৷ খড়্গপুরের সালুয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর শহর লাগোয়া সালুয়া ইএফআর ক্যাম্পে জওয়ানদের প্রশিক্ষণ চলছিল ৷ আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন তাঁরা ৷ অভিযোগ, সেই আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিই প্রায় 2 কিলোমিটার উড়ে এসে স্থানীয় এক কিশোরীর গায়ে লাগে ৷ তাতে গুরুতর জখম হয় ওই নাবালিকা ৷

আরও পড়ুন :Man shot : মাথাভাঙায় পুজোর চাঁদা আদায় নিয়ে বচসা জেরে গুলিবিদ্ধ এক, তদন্তে পুলিশ

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহত কিশোরীর নাম সন্ধ্যারানি মাহাত ৷ বয়স 15 বছর ৷ ওই কিশোরী খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত টাঙ্গাশোলের বাসিন্দা ৷ ঘটনার পর গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে ৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছেন ক্যাম্পের আধিকারিকরা ৷

আরও পড়ুন :Kanksa Robbery : কাঁকসায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ; ব্যবসায়ীর হাতে কোপ, চলল গুলি

সন্ধ্যারানির বাবার অভিযোগ, ‘‘এর আগেও ওই ক্যাম্প থেকে ছোড়া গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ ক্যাম্পের আধিকারিকদের বিষয়টি বার বার জানিয়েও কোনও লাভ হয়নি ৷’’ অভিযোগের একই সুর শোনা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের গলাতেও ৷ তাঁদের বক্তব্য, এর ফলে যেকোনও দিন নিরপরাধ কোনও ব্যক্তির প্রাণ যেতে পার ৷ অথচ, তা জেনেও সতর্ক হচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ শুক্রবারের ঘটনার জন্য ইএফআর ক্যাম্পের কর্তাদের গাফিলতিকেই দায়ী করেছেন বাসিন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details