খড়্গপুর, 29 জানুয়ারি : রাতের অন্ধকারে পেট্রল পাম্পে শুটআউট দুষ্কৃতীদের । গুলি চালিয়ে পাম্পে দাঁড়িয়ে থাকা ট্রাক ড্রাইভারের কাছ থেকে 70 হাজার টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা । এছাড়া পাম্পের ক্যাশবাক্স থেকেও কিছু টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর থানার পুলিশ ।
পেট্রল পাম্পের কর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে 60 নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রল পাম্পে আচমকাই হামলা চালায় 4 জন দুষ্কৃতী ৷ প্রথমে পেট্রল পাম্পের বাইরে থাকা এক পাম্প কর্মীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ ওই কর্মীকে মারধর করে ৷ শূন্য়ে গুলি চালায় এক দুষ্কৃতী ৷ এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই কর্মীকে নিয়ে পাম্পের অফিসে ঢুকে গুলি চালায় । গুলি লেগে ফুটো হয়ে যায় পেট্রল পাম্পের অফিস ঘরের কাঁচ । পাম্পে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ড্রাইভারের কাছ থেকে 70 হাজার টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা ৷ পাম্প ম্যানেজার জানিয়েছেন, পাম্প অফিসের ক্যাশবাক্স থেকেও বেশ কিছু টকা লুট করেছে দুষ্কৃতীরা ৷