খড়গপুর, 19 জুলাই : খড়গপুরের অন্যতম বিলাসবহুল হোটেল তাম্রলিপ্ততে আগুন । এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও হোটেলের বেশ কয়েকটি তলে আগুন ছড়িয়ে পড়ায় প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে বলে অনুমান । তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি হোটেল কর্তৃপক্ষ ।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, এই অভিজাত হোটেলটি রয়েছে খড়গপুর শহর ঘেঁষা সাহাচকের কাছে । হঠাৎ আগুনে নজরে আসে সোমবার দুপুর নাগাদ । ওই সময় নিচের তলার একটি ঘরের জানলা থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় । অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে নিচের কয়েকটি ঘরে ।
আরও পড়ুন :বকখালি ও ফ্রেজারগঞ্জে বাধ্যতামূলক দু'টি টিকার শংসাপত্র ও করোনা পরীক্ষা
এই হোটেলের একদিকে যেমন জাতীয় সড়ক রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে খড়গপুর শিল্প তালুক ও পার্শ্ববর্তী গ্রামগুলি । ফলে প্রচুর মানুষের ভিড় জমে যায় । কিছুক্ষণের মধ্যেই খড়গপুর শহর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে যান । তাঁরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । ঘন্টাখানেকের মধ্যেই আগুন আয়ত্তে নিয়ে আসেন তাঁরা ।
মূলত যে ভবনটিতে আগুন লেগেছে সেটি তাম্রলিপ্তর প্রথম এবং পুরনো ভবন । বর্তমানে সেটিকে হোটেলের পরিবর্তে একটি স্কুলে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে । হোটেলটি স্থানান্তরিত করা হয়েছে লাগোয়া নতুন ভবনে ৷ ফলে মানুষজনের ক্ষয়ক্ষতি হয়নি । তবে আসবাবপত্র-সহ অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে ।
আরও পড়ুন :বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় দম্পতিকে মারধর, হাসপাতালে ভর্তি
পুলিশ জানিয়েছে, দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় ৷ তবে একটি ইঞ্জিনেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । প্রাথমিক অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে । হোটেলের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক ওয়ারিংয়ের হাল হককিৎ কী ছিল, খতিয়ে দেখা হচ্ছে ।