খড়গপুর 17 ই অক্টোবর:রেল শহর খড়গপুরে ফের দুঃসাহসিক ডাকাতি মুদিখানা দোকানে (Robbery in Kharagpur) ৷ দোকানির মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় এক লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা । রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, রবিবার রাতে দু’টি গাড়িতে করে ওই মুদিখানা দোকানে হানা দেয় 6 জন দুষ্কৃতীর একটি দল ৷ অভিযোগ, এদিন রাত সোয়া ন’টা নাগাদ ওই ব্যবসায়ী ও তার ভাইয়ের উপর হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী দলটি ৷ ব্যবসায়ী এবং তাঁর ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 1 লক্ষ টাকা-সহ সোনা ও রুপোর আংটি লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ দোকানের মালিক নবীন আগরওয়ালের। খবর দেওয়া হয় পুলিশে।