পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip Ghosh Criticises TMC : ভগবানও তৃণমূলের জন্য দরজা বন্ধ করে দিয়েছে, কটাক্ষ দিলীপের - BJP Leader Dilip Ghosh Criticises TMC

পঞ্জাবে একা লড়ে ভাল ফল করেছে বিজেপি, দাবি দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh) ৷

dilip ghosh on five states election
ভগবানও তৃণমূলের জন্য দরজা বন্ধ করে দিয়েছে,কটাক্ষ দিলীপের

By

Published : Mar 11, 2022, 5:42 PM IST

Updated : Mar 11, 2022, 5:48 PM IST

খড়গপুর, 11 মার্চ: "ভগবান তৃণমূলের জন্য দরজা বন্ধ করে দিয়েছে । ত্রিপুরা থেকে গোয়া উত্তরপ্রদেশ সব জায়গায় একই ফল ৷ এরকম দুর্নীতিগ্রস্ত, হিংসাপরায়ণ দলকে দেশের মানুষ চিনে গিয়েছেন ৷ কেউ একটুও জায়গা এদেরকে দেবে না ৷" সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গ টেনে শুক্রবার তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh Criticises TMC) ৷

গোয়া বিধানসভার নির্বাচনে লড়েও তৃণমূলের কোনও আসন না পাওয়া এবং উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যাওয়া নিয়েও এদিন ঘাসফুল শিবিরকে বিঁধেছেন দিলীপ ৷ জানিয়েছেন, গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্র গোমন্তক পার্টি বিজেপির পুরনো জোটসঙ্গী ছিল ৷ তাদের সঙ্গে জোটে গিয়ে কোনও লাভ হয়নি তৃণমূলের ৷ উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হিন্দি বলে এসেছেন বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷ পঞ্জাবে প্রথমবার একা লড়ে বিজেপি ভাল ফল করেছে বলেও দাবি করেছেন এই বিজেপি সাংসদ ৷

গোয়ায় আমাদের জয়ের পথ সহজ করেছে তৃণমূল, মন্তব্য দিলীপের

আরও পড়ুন : কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখানো, মোদীকে একহাত ফিরহাদের

খড়গপুরের 26 নম্বর ওয়ার্ডে বিজেপি পার্টি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এদিন ওই এলাকা পরিদর্শনে গিয়েই এই মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷

Last Updated : Mar 11, 2022, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details