পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এটা বিকাশের লাইন, ভোটকেন্দ্রের ভিড় দেখে উচ্ছ্বসিত হিরণ

আজ দ্বিতীয় দফার ভোটে অন্য়তম নজরে রয়েছে খড়গপুর সদরের দিকে ৷ সকাল সকাল ভোটকেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন বিজেপি প্রার্থী হিরণ ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, 100 বছর পিছিয়ে গিয়েছে খড়গপুর ৷ খড়গপুরের উপর দীর্ঘদিন শোষণ চলছে ৷

উচ্ছ্বসিত হিরণ
উচ্ছ্বসিত হিরণ

By

Published : Apr 1, 2021, 12:58 PM IST

Updated : Apr 3, 2021, 8:39 AM IST

খড়গপুর, 1 এপ্রিল : মানুষ পরিবর্তন চাইছেন, বিকাশের লাইনে মানুষ দাঁড়িয়ে আছেন ৷ সকাল সকাল খড়গপুরে ভোটারদের লাইনকে সাধুবাদ জানালেন রেল শহরের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ ৷

সাদা পাজামা পাঞ্জাবী ৷ হালকা গেরুয়া জ্যাকেট ৷ চোখে চশমা, সঙ্গে কপালে লাল তিলক ৷ মজনুর হিরোকে দেখা গেল এদিন অন্য মেজাজে ৷ পাকা রাজনৈতিক নেতাদের মতো শেষ কয়েকদিনে ভোটপ্রচার সেরেছেন ৷ কিছুদিন আগেই জোড়াফুল ছেড়ে পদ্ম তুলে নিয়েছেন ৷ আর পদ্মবনে এসেই টিকিট পেয়েছেন রেল শহরের ৷ আজ দ্বিতীয় দফার ভোটে অন্য়তম নজর রয়েছে খড়গপুর সদরের দিকে ৷ সকাল সকাল ভোটকেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘‘100 বছর পিছিয়ে গিয়েছে খড়গপুর ৷ খড়গপুরের উপর দীর্ঘদিন শোষণ চলছে ৷’’ খড়গপুরের মানুষ তাই পরিবর্তন চাইছেন, বিজেপিকে চাইছেন বলে দাবি করেন অভিনেতা ৷ নির্বাচনে জিতে বিধায়ক হয়ে এলে তিনি হাসপাতাল, কলেজ বানাতে চান ৷ এলাকার দূষণ কমানোর কথাও বলেন তারকা প্রার্থী ৷

আরও পড়ুন : ইভিএম বিকল হলেও চেঞ্জ করা হচ্ছে না, অভিযোগ সায়ন্তিকার

রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন বিজেপি প্রার্থী বলেন , ‘‘তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ৷ তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীর মতো ব্যবহার করা হয়েছে ৷’’ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল এলাকায় সন্ত্রাস ছড়িয়ে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিল, এমনটাই দাবি করেন হিরণ ৷ কিন্তু সেইসব উপেক্ষা করে মানুষ ভোট দিতে আসার জন্য় মানুষকে সাধুবাদ জানান তিনি ৷ মানুষ একসঙ্গে দুষ্কৃতীদের আটকে দেবে বলে মনে করেন হিরণ ৷ খড়গপুর সদরে 95 শতাংশ ভোট পড়বে বলে আশাবাদী তিনি ৷

Last Updated : Apr 3, 2021, 8:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details