পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ছেলেধরা গুজবে রাতভর সংঘর্ষ টিকিয়াপাড়ায়

টিকিয়াপাড়ায় এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিল স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাওড়া পুলিশের পাঁচটি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে যায়।

ছবিটি প্রতীকী

By

Published : Feb 21, 2019, 11:00 AM IST

টিকিয়াপাড়া, ২১ ফেব্রুয়ারি: ফের ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়াল হাওড়ার টিকিয়াপাড়ায়। গতকাল গভীর রাতে এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করতে ঘটনাস্থানে পৌঁছায় হাওড়া সিটি পুলিশ। উত্তেজিত জনতার সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে জনতা। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হা

উত্তেজিত জনতা
ওড়া পুলিশের পাঁচটি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে যায়।

হাওড়া সিটি পুলিশের DC (সাউথ জ়োন টু) অনন্ত নাগ জানান, ছেলেধরার গুজব ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। রাতেই সব থানার OC-দের নিয়ে জরুরি বৈঠক করেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। গুজব বন্ধ করতে এলাকায় প্রচার চালানো হবে।

ABOUT THE AUTHOR

...view details