পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাঁচা রাস্তা, নেই জল; নবান্নের কাছে এই দশা ! - election

এলাকায় উন্নয়ন হয়নি, কোনওদিন দেখা মেলেনি বিধায়ক সাংসদদের। প্রতিবাদে তাই এবছর ভোট বয়কটের পথে হাওড়া পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

বেহাল দশা রাস্তাঘাটের

By

Published : Apr 9, 2019, 6:10 AM IST

Updated : Apr 9, 2019, 6:55 AM IST

হাওড়া, 9 এপ্রিল : পাকা হয়নি রাস্তা। সারানো হয়নি রাস্তার কলগুলোও। একটু বৃষ্টিতেই হাঁটু জল জমে এলাকায়। সরকারে কে এল গেল তা নজরে পড়ার থেকে নজরে পড়ে এলাকার জরাজীর্ণ দশা। বিগত কয়েক বছরে উন্নয়ন তো দূর কাছের কাউন্সিলরও এলাকা পরিদর্শনে আসেননি কখনও। দেখা মেলেনি বিধায়ক, সাংসদ কারোরই। তাই রাগে, ক্ষোভে এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন হাওড়া পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

নবান্ন থেকে এই এলাকাটির দূরত্ব মাত্র চার কিলোমিটার। এলাকাবাসীর অভিযোগ, উনসানি এলাকার নাথপাড়া, পঞ্চাননতলা, সাঁতরাপাড়াসহ আশপাশের এলাকা দীর্ঘদিন ছোঁয়া পায়নি উন্নয়নের। ভোটের সময় প্রচারে দেওয়াল ভরলেও সুরাহা নেই কোনও সমস্যার। তাই এবার পালটা ভোট বয়কটের পোস্টার দেওয়ালে লাগিয়ে প্রতিবাদে সামিল এলাকাবাসী। নন্দদুলাল পাল নামে এক গ্রামবাসীর কথায়, "একটা মাত্র কল, তাও দু'দিন বাদে খারাপ হয়ে যায়। ওটাই ভরসা এই এলাকার বাসিন্দাদের। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। নেতারা আসে প্রতিবার ভোটের আগে। মাপজোক করে রাস্তার। ফের চলে যায়। ভোট শেষ হয়, কারোর দেখা মেলে না। আমরা কোনও বিধায়ক বা সাংসদকে চিনি না। কর্পোরেশন এলাকা হলেও পাকা রাস্তা নেই। তাই আমরা এবার ঠিক করেছি আগে উন্নয়ন হোক তারপর ভোট দেব। নাহলে ভোট দিয়ে হবে কী ?"

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দা নন্দদুলালের বক্তব্য

যদিও হাওড়া সদরের তৃণমূল সভাপতি এবং রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, ওই এলাকায় আগে রাস্তার দাবি ছিল। সেই দাবি অনুযায়ী তাদের রাস্তা তৈরি করে দিয়েছেন। হাওড়া পৌরনিগমের এই ওয়ার্ডটিতে CPI(M) কাউন্সিলর থাকায় কাজে অসুবিধা হয়েছে। এলাকার উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Last Updated : Apr 9, 2019, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details