কলকাতা, 10 মার্চ : 2021 বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে এবার আর বেশি তৎপর জাতীয় নির্বাচন কমিশন ৷ আর তার জন্য নবান্নের সাহায্য় চাইল কমিশন নিয়োজিত পুলিশ পর্যবেক্ষকরা ৷ আর তার প্রথম পদক্ষেপ হিসেবে আজ নবান্নে রাজ্যের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠকে বসলেন নির্বাচন কমিশন নিযুক্ত কমিটির সদস্যরা ৷ রাজ্যর পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক এই বৈঠকে হাজির ছিলেন ৷ রাজ্য সরকারের তরফে বৈঠকে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী হরিকৃষ্ণ দ্বিবেদী ৷
আজ দুপুরে হঠাৎই নবান্নে যান নির্বাচন কমিশন নিযুক্ত দুই পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক ৷ সূত্রের খবর, রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার উদ্দেশ্যে আজ রাজ্যের মুখ্য়সচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন তাঁরা ৷ ভোটের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে নবান্নের সাহায্য চেয়েছেন কমিশন নিয়োজিত এই দুই পুলিশ পর্যবেক্ষক ৷ ওই বৈঠকে রাজ্যের দুই আধিকারিকদের কমিশনের তরফে বলা হয়েছে, যে কোনও মূল্যে রাজ্যের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতেই হবে ৷ আর তাই রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা চেয়েছে কমিশন ৷ নবান্ন সূত্রে খবর, মুখ্য়সচিব এবং স্বরাষ্ট্রসচিবের তরফে কমিশনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ৷