কলকাতা, 26 মার্চ : "উই উইল উইন"। মমতাকে পাশে নিয়ে বললেন শাহরুখ খান। হাতে ভিক্ট্রি সাইন দেখিয়ে আত্মবিশ্বাসের সাথে কলকাতা নাইট রাইডার্সের জয়ের কথা বলেন তিনি। সামনেই ভোট থাকায় এই ভিক্ট্রি সাইনের পিছনে এখন রাজনৈতিক রং খুঁজছে অনেকেই।
ভাই-বোন সবসময় জিতি, শাহরুখ প্রসঙ্গে মমতা
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার পর আজ শাহরুখ বলেন, "আমরা সবাই জিতব।"
শাহরুখ সঙ্গে মমতা
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন শাহরুখ খান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা সবাই জিতব।" তারপরই তাঁকে ভিক্ট্রি সাইন দেখাতে বলেন মমতা। সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে মমতা বলেন, "আমরা ভাই- বোন। ভাই-বোন সবসময় জিতি।"
এরপরই কলকাতা নাইট রাইডার্সের বিষয়ে আবেগপ্রবণ হয়ে শাহরুখ বলেন, "আগের ম্যাচে প্লেয়াররা কেঁদে ফেলেছিল। এই বছর আমরা জিতবই।"
Last Updated : Mar 26, 2019, 11:03 PM IST