শিবপুর, 27 অগস্ট: শুক্রবার রাতে শিবপুর থানার অন্তর্গত কাজিপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে পিছন থেকে মাথার উপরে চপার দিয়ে আঘাত করে খুন করা হয় । এই ঘটনার রাতেই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা খুনের কিনারা করতে সক্ষম হয়েছেন । ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু'জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা (Two arrested in Businessman Murder case) ।
সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে । মৃত ব্যবসায়ীর বড় ছেলে তার এক বন্ধুকে নিয়ে এই ঘটনা ঘটায় । প্রাথমিক তদন্তে পুলিশ মৃতের বড় ছেলের এই খুনের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়ার পরেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে । বিস্তারিত ঘটনা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা । শনিবার তাদের হাওড়া জেলা আদালতে তোলা হবে (Businessman Murder Case) ।
হাওড়া সিটি পুলিশের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে ।