হাওড়া, 23 অক্টোবর: পাহাড়-পর্বতের হাতছানি উপেক্ষা করতে পারেন না অনেকেই । তাই যাবতীয় কর্মব্যস্ততা সত্ত্বেও ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন । কিন্তু বেরিয়ে পড়লেই ফেরা যায় না । গত কয়েক বছরে এমন অজস্র না ফেরা দেখেছে বাংলা । উত্তরাখণ্ডে দুর্যোগে পড়ে ফের না সেই না ফেরার দলে শামিল হলেন একাধিক বঙ্গবাসী । তাতেই পাহাড়-পর্বতের রোমাঞ্চের পিছনে লুকিয়ে থাকা বিপদ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে । তাই প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ার আগে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক লোকজনের পথনির্দেশ প্রয়োজন বলে মনে করছেন পর্বত আরোহণে অভিজ্ঞ মানুষ জন ।
পাহাড়-পর্বতের অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারেন না যাঁরা, তাঁদের কাছে হাওড়ার তরুণ পর্বত অভিযাত্রী মলয় মুখোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম । উত্তরাখণ্ডের ঘটনায় তাই সতর্কবার্তা দিয়েছেন তিনি । মলয়ের কথায়, ‘‘হিমালয়কে ভালবেসে ট্রেকিং করতে যাওয়া মোটেই অন্যায় নয় ৷ কিন্তু যাওয়ার আগে প্রস্তুতি জরুরি ৷ আজকাল যাঁরা পাহাড়ের টানে বেরিয়ে পড়েন, বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে একজোট হয়ে দল তৈরি করেন তাঁরা ৷ ফলে পারস্পরিক পরিচিতি কম ৷ তার ফলে কম আত্মিক টানও ৷ তাই বিপদে একে অপরকে পাশে পাওয়া অসম্ভব । অনেকে বাড়িতে না জানিয়ে বেরিয়ে পড়েন । দুর্ঘটনা ঘটলে তখন শনাক্ত করার উপায়ও থাকে না ।’’
আরও পড়ুন:Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক