পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Train Cancelled in Howrah : জামাই ষষ্ঠীতে হয়রানির আশঙ্কা, হাওড়ায় শনি-রবি বাতিল একাধিক ট্রেন - হাওড়া

ট্রাফিক ব্লকের কারণে শনিবার ও রবিবার হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ ও হরিপালের মধ্যে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Trains are Cancelled on Saturday and Sunday in Howrah Section due to Traffic Block) ৷ পূর্ব রেলের তরফে এ কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷

Trains are Cancelled on Saturday and Sunday in Howrah Section due to Traffic Block
Trains are Cancelled on Saturday and Sunday in Howrah Section due to Traffic Block

By

Published : Jun 4, 2022, 12:51 PM IST

হাওড়া, 4 জুন : ট্রাফিক ব্লকের কারণে হাওড়া থেকে আপ ও ডাউনে 65টি ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ শনিবার অর্থাৎ, আজ এবং আগামিকাল রবিবার তারকেশ্বর, আরামবাগ এবং হরিপালের মধ্যেই এই লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে (Trains are Cancelled on Saturday and Sunday in Howrah Section due to Traffic Block) ৷ সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে দু’দিনের জন্য ৷ ব্যান্ডেল স্টেশনে নতুন ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেম তৈরি করার পর কিছু প্রক্রিয়াগত সমস্যা দেখা দিয়েছে ৷ যার জেরে ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে বলে রেল সূত্রে খবর ৷ সেই সমস্যা দূর করতে ব্যান্ডেলের নতুন ইন্টারলকিং সিস্টেমে কিছু পরিবর্তন করা হচ্ছে ৷

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পাওয়ার ব্লকের কারণে ডাউন লাইনে 855 মিনিট অর্থাৎ, শনিবার রাত 10টা 45 মিনিট থেকে পরেরদিন বেলা 1টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷ আর আপ লাইনে 480 মিনিট অর্থাৎ, শনিবার রাত 2টো 45 মিনিট থেকে রবিবার সকাল 10টা 45 মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে ৷ 6 জুন রাতেও পাওয়ার ব্লক থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Bandel Station : বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম সুপারিশ ব্যান্ডেল স্টেশনের

4 জুন, শনিবার হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ এবং হরিপালের মধ্যে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার নম্বরগুলি হল- 36347, 36349, 37351

ডাউন তারকেশ্বর-হাওড়া 36391

ডাউন আরামবাগ-হাওড়া 36394

5 জুন, রবিবার হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ এবং হরিপালের মধ্যে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার নম্বরগুলি হল-

36361, 38359, 7311, 37313, 37315, 37373, 37317

ডাউন তারকেশ্বর-হাওড়া 36314, 36317, 37317,37320, 37322, 37324, 37326, 37327

আপ হাওড়া-তারকেশ্বর 36375, 3736, 37361

ডাউন গোঘাট-হাওড়া 36362, 37390, 37362

ডাউন আরামবাগ-হাওড়া 37386, 37388, 37360

ট্রেন বাতিল করার পাশাপাশি 5 জুন রবিবার বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে ৷ পরিবর্তীত সময়ের ট্রেনগুলি হল-

37362 ডাউন আরামবাগ–হাওড়া লোকাল 12:20 মিনিটের বদলে 12:35 মিনিটে ছাড়বে ৷

37332 ডাউন তারকেশ্বর–হাওড়া লোকাল 12:40 মিনিটের বদলে 01:05 মিনিটে ছাড়বে ৷

এছাড়া তিন হাওড়া-হরিপাল প্যাসেঞ্জার স্পেশাল বিকেল 05:32, 06:32, ও 07:25 মিনিটে ছাড়বে ৷

পাশাপাশি, হরিপাল থেকে হাওড়া আসার তিনটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রান ছাড়বে 06:35, 08:10 ও 09:27 মিনিটে ছাড়বে ৷

ABOUT THE AUTHOR

...view details