হাওড়া, 13 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে তৎপর হাওড়া পৌরনিগম । তাই নিয়মিত চলছে বিদেশ থেকে আসা মানুষদের পর্যবেক্ষণ । শহরের বাসিন্দা যাঁরা বাইরে বেড়াতে গিয়েছিলেন এবং বর্তমানে ফিরেছেন, তাঁদের চিহ্নিতকরণ করার কাজ শুরু হয়েছে । এরপর নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে পর্যবেক্ষণের কাজ করছে পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ । পাশাপাশি নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থাও ।
পাশাপাশি আর্বান প্রাইমারি হেল্থ সেন্টার (UPHC) ভিত্তিক ডাক্তারদের নিয়ে একটি ওয়ার্কশপ ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে ৷ পৌর নিগমের পক্ষ থেকে এই দাবি করেন পৌর কমিশনার বিজিন কৃষ্ণা । IMA-এর সহযোগিতায় কী কী করণীয় আর কী কী করণীয় নয় সে ব্যাপারেও আলোচনা হয়েছে পৌর নিগমে । পাশাপাশি নিয়মিত তালিকা তৈরি করা হচ্ছে যাঁরা বাইরে থেকে আসছেন তাঁদের ।
কোরোনা সংক্রমণ রুখতে সক্রিয় হাওড়া পৌরনিগম পৌর কমিশনারের বক্তব্য, হাওড়া শহরের বাসিন্দা যাঁরা বাইরের দেশ থেকে ইতিমধ্যে শহরে এসছেন তাঁদের তালিকা তৈরি করে স্বাস্থ্য বিভাগ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ সন্দেহজনক মনে হলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় তারজন্য তৎপর রয়েছে পৌরনিগম ৷ বিশেষত কোরোনা আক্রান্ত দেশ থেকে কেউ এসেছেন কি না সেই দিকেও নজর রাখার কাজ চলছে । পৌর নিগমের স্বাস্থ্য বিভাগকে এনিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়ছে বলে জানিয়েছেন পৌর কমিশনার বিজিন কৃষ্ণা ।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে কোরোনা ভাইরাস । ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে একাধিক দেশে মৃত্যু হয়েছে হাজারখানেক মানুষের । দেশেও আক্রান্তের সংখ্যা 80 ছাড়িয়েছে । মৃত্যু হয়েছে একজনের । এ রাজ্যেও অনেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷