হাওড়া, 2 অক্টোবর : লিলুয়ার বেলগাছিয়ায় এক বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ ৷ বাড়ির স্বামী-স্ত্রী এবং তাঁদের মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ প্রাথমিক অনুমান, ব্যবসায়ী অভিজিৎ দাস ঋণের দায়ে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন ৷ এনিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করছে লিলুয়া থানার পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী অভিজিৎ দাস এবং তাঁর স্ত্রী দেবযানী দাস তাঁদের 13 বছরের মেয়ে সমৃদ্ধিকে নিয়ে বাড়ির দোতোলার ঘরে থাকতেন । গত মঙ্গলবার এলাকায় তাঁদের শেষ দেখা গিয়েছিল ৷ এদিন অর্থাৎ শনিবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে ৷ তারপরই প্রতিবেশীরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ অভিজিৎকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ স্ত্রী দেবযানী ও মেয়ে সমৃদ্ধিকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।