হাওড়া, 15 এপ্রিল : হাওড়া হাসপাতালের সুপার, এক চিকিৎসক ও আরও এক স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাই এবার হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ করা হল জেলা স্বাস্থ্য বিভাগের তরফে।
আক্রান্ত সুপার সহ 3, স্যানিটাইজ় করা হল হাওড়া জেলা হাসপাতাল - howrah hospital
আজ হাওড়া জেলা হাসপাতালের মেডিসিন ও জরুরি বিভাগ জীবাণুমুক্ত করার কাজ করা হয় ।
আজ হাসপাতালের মেডিসিন ও জরুরি বিভাগ স্যানিটাইজ় করা হয় । এর পাশাপাশি হাসপাতালের অন্য ওয়ার্ডগুলিকেও স্যানিটাইজ় করা হবে বলে জানিয়েছেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বীরেন্দ্র প্রসাদ সাউ। তিনি বলেন, "এই সব ওয়ার্ডে একাধিক রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের আপাতত উলুবেড়িয়া হাসপাতাল, দক্ষিণ হাওড়া হাসপাতাল সহ অন্য সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। তাই আপাতত এই ওয়ার্ডগুলিতে রোগী ভরতি বন্ধ রাখা হয়েছে। যা শিগগিরই শুরু হবে।"
মেডিসিন ওয়ার্ড বন্ধ থাকলেও মেটারনিটি কয়েকটি ওয়ার্ড চালু রাখা হয়েছে বলে তিনি জানান। মূলত, রোগীদের কথা ভেবেই স্যানিটাইজ়েশনের কাজ শুরু হয় আজ বিকেলে।