হাওড়া, 14 জানুয়ারি : একাধিক মন্দিরে চুরির কিনারা করল হাওড়া সিটি পুলিশ । সম্প্রতি হাওড়ার শিবপুর থানা এলাকার কসুন্দিয়ায় একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে । ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল হাওড়া পুলিশের গোয়েন্দারা ।
একাধিক মন্দিরে চুরির কিনারা করল হাওড়া সিটি পুলিশ, ধৃত 3
CCTV ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গিয়েছে বলে দাবি পুলিশের । সাংবাদিক বৈঠকে আজ হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ জবি থমাস কে জানান, গতরাতে স্বামী বিবেকানন্দ রোডের কাছে 6-7 জনের এই গ্যাংকে ধাওয়া করে হাওড়া সিটি পুলিশের নাইট পেট্রোলিং টিম । গ্রেপ্তার করা হয় তিনজনকে । তাদের নাম অজয় সিং, পাপাই সর্দার ও রাজ আনসারি । ধৃতরা প্রত্যেকেই হাওড়ারই বাসিন্দা । বাকিরা ঘটনাস্থান থেকে পলাতক ।
CCTV ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গিয়েছে বলে দাবি পুলিশের । সাংবাদিক বৈঠকে আজ হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ জবি থমাস কে জানান, গতরাতে স্বামী বিবেকানন্দ রোডের কাছে 6-7 জনের এই গ্যাংকে ধাওয়া করে হাওড়া সিটি পুলিশের নাইট পেট্রোলিং টিম । গ্রেপ্তার করা হয় তিনজনকে । তাদের নাম অজয় সিং, পাপাই সর্দার ও রাজ আনসারি । ধৃতরা প্রত্যেকেই হাওড়ারই বাসিন্দা । বাকিরা ঘটনাস্থান থেকে পলাতক ।
ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, গুলি, স্ক্রু-ড্রাইভার সহ বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ । অন্যদিকে, পলাতকদের ধরার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে । সদ্য ঘটে যাওয়া বেশ কিছু মন্দিরে চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা জেরার মুখে স্বীকার করেছে ধৃতরা । 43 হাজার টাকা ও কিছু গয়নাও উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে । এছাড়াও পুলিশ জানায়, সম্প্রতি শহরের একাধিক ATM-এ ডাকাতির ঘটনার সঙ্গেও এই ধৃতদের কোনও যোগাযোগ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।