পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দিল্লির ঘটনার প্রতিবাদে বাম-কংগ্রেসের যুগ্ম মিছিল হাওড়ায় - The left-Congress joint procession is organised in howrah

শুক্রবার হাওড়ার শিবপুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করল CPM ও কংগ্রেসের নেতা কর্মীরা । দিল্লির ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষের প্রতিবাদে এই মিছিল ।

The left-Congress joint procession
বাম-কংগ্রেসের যুগ্ম মিছিল হাওড়ায়

By

Published : Feb 28, 2020, 11:08 PM IST

হাওড়া, 28 ফেব্রুয়ারি: দিল্লি হিংসার প্রতিবাদে পথে নামল CPM ও কংগ্রেস কর্মীরা । আজ বিকালে শিবপুরের কাজিপাড়া থেকে এই মিছিল শুরু হয় ৷ হাওড়া ময়দান পর্যন্ত চলে ওই মিছিল । বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ।

মিছিলে কংগ্রেস এবং বামফ্রন্টের প্রায় দু'হাজার কর্মী পায়ে পা মেলান । মিছিলে যোগ দিয়ে বিমান বসু বলেন, "দিল্লিতে যে ভয়াবহ হিংসাত্মক ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে এই মিছিল করছি আমরা । দেশের শান্তি এবং ঐক্য যাতে বজায় থাকে তার দাবি জানাচ্ছি ।" এছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক সম্পর্কে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "বৈঠকটি না হলে ভালো হত ।"

কী বললেন বিমান ?

প্রদীপবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন, "মুখ্যমন্ত্রী একদিকে NRC এবং CAA-র বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামতে বলছেন । আবার অন্যদিকে অমিত শাহের সঙ্গে দেখা হলে তিনি এই ব্যাপারে চুপ থাকছেন । এটা এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা ।" বিমান বসু অবশ্য এই বৈঠক সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি ।

ABOUT THE AUTHOR

...view details