হাওড়া, 14 ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে চরম অশান্তি শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে ৷ রাজ্যে শান্তিশৃঙ্খলা ভেঙে অশান্তি করছে ভারতে অনুপ্রবেশকারী কিছু লোক ৷ আর তাদের উস্কানি দিচ্ছে মুখ্যমন্ত্রী ৷ অথচ ভারতীয় মুসলিমরা শান্তি চায় ৷ তারা দেশকে ভালোবাসে ৷ আজ হাওড়া গ্রামীণ জেলা BJP পার্টি অফিসে এসে এই মন্তব্য করেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷
রাজ্যে যে অরাজকতা চলছে সে বিষয়ে সায়ন্তন এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "মমতার সরকার পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে দেবে না । তিনি প্রকাশ্যে শান্তির কথা বললেও পরোক্ষে অশান্তিতে উসকানি দিচ্ছেন । অশান্তির যাতে বাড়ে সে জন্যই তিনি পথে নামছেন ।" রাজ্য তথা সারা দেশে শান্তি বজায় রাখার চেষ্টা করছে BJP সরকার ৷ কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উস্কানিতে রাজ্যে বিশৃঙ্খলতা বেড়েই চলেছে ৷ মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যাচ্ছে তাই এমন করছেন ৷ মুখ্যমন্ত্রী নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 আটকাবেন । কিন্তু তা সম্ভব নয় । কারণ এটা কেন্দ্রীয় সরকারি আইন ।