হাওড়া, 8 জুন:নবান্নের (Nabanna) নর্থ গেটে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (TET Agitation)। বুধবারের এই কর্মসূচি পূর্ব ঘোষিত হলেও বিক্ষোভকারীদের আটকাতে ব্য়বস্থাপনার অভাব ছিল স্পষ্ট ৷ কার্যত পুলিশের ব্যর্থতার কারণেই নিরাপত্তাবেষ্টনী পার করে নবান্নের পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যান বিক্ষোভকারীরা। এর ফলে নর্থ গেটের সামনে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে চাকরিপ্রার্থীরা স্লোগান দিতে শুরু করেন। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে মহিলা চাকরিপ্রার্থীদের একাংশের হাতাহাতি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য বিক্ষোভকারীদের অধিকাংশকেই গ্রেফতার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযান ঘিরে অশান্তি ছড়ায় নবান্ন সংলগ্ন এলাকাতেও ৷
চাকরিপ্রার্থীদের অভিযোগ, 2014 সালে পরীক্ষায় পাশ করেছেন তাঁরা ৷ তারপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কপালে চাকরি জোটেনি ৷ এমনকী, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সমস্যা মেটানোর আশ্বাস দিলেও পরিস্থিতির কোনও বদল হয়নি ৷ এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়েই তাঁরা বিক্ষোভে সামিল হন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের বক্তব্য়, "আমাদের অবিলম্বে চাকরি দিতে হবে। চাকরি না পেলে খাব কী?" এদিন নবান্নের গেটের কাছে মিছিল করেন চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের মিছিল আটকাতে রাস্তায় নামে প্রচুর পুলিশ ৷