হাওড়া, 18 নভেম্বর : আজ সকালে হাওড়ার জগৎবল্লভপুর স্টেশন এবং মুন্সিরহাট বাজার এলাকার শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল ৷ ওইসব পোস্টারে শুভেন্দুকে "বাংলার মুক্তি সূর্য" এবং "নব দিশারী" বলে সম্বোধন করা হয়েছে ৷ দুই ক্ষেত্রেই পোস্টারের তলায় লেখা আছে," আমরা দাদার অনুগামী।" এই ঘটনায় এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে ও আমতার গাজীপুর এলাকায় একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল।
ফের হাওড়ায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার - howrah
শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়ল হাওড়ায় ৷ অন্যান্য় জায়গার মতো এই পোস্টারেরও তলায় লেখা আছে, " আমরা দাদার অনুগামী " ৷
কিছুদিন আগে হাওড়ার উলুবেড়িয়ার গঙ্গারামপুরে এসেছিলেন শুভেন্দু অধিকারী। কোনও পোস্টারেই তৃণমূলের প্রতীক স্থান পায়নি ৷ এই পোস্টারই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে পূর্ব মেদিনীপুর ছেড়ে হাওড়া জেলায় পোস্টার পড়ায় শুভেন্দুর অনুগামীদের ব্যাপ্তি নিয়েও ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে। এর আগে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে একটি চায়ের দোকানের মাথায় শুভেন্দু অধিকারীর ছবি–সহ একটি পোস্টার টাঙানো হয় । পোস্টারটি নজরে আসে স্থানীয় মানুষের। এই পোস্টার নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে।
সম্প্রতি দুই মেদিনীপুর সহ উত্তর 24 পরগনার সদর বারাসাতের ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা মোড় পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে শুভেন্দু অধিকারীর ছবি–সহ ব্যানার টাঙানো হয়।
তবে হাওড়া জেলায় একই রকম পোস্টার পড়ায় কৌতূহল ছড়িয়েছে ৷ শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ‘আমরা দাদার অনুগামী’ নামাঙ্কিত পোস্টার ঘিরে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে ৷ দলে নিজেদের অন্তর্কলহ ঢাকতে তৃণমূল নেতৃত্বের দাবি, " BJP এই ধরনের পোস্টার লাগিয়েছে ৷ BJP চক্রান্ত করছে।"