পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 21, 2022, 6:25 PM IST

ETV Bharat / city

Sukanta Majumdar: 'জেনে গিয়েছে জনতা, ভয় পেয়েছে মমতা' ! 21 জুলাই নিয়ে কটাক্ষ সুকান্তর

হাওড়া বিষ মদ কাণ্ডে (Ghusuri Hooch Tragedy) মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃণমূলের 21 জুলাই-এর সমাবেশের (TMC 21 July Rally) 'থিম' হওয়া উচিত, 'জেনে গিয়েছে জনতা, ভয় পেয়েছে মমতা' !

Sukanta Majumdar attacks Mamata Banerjee regarding TMC 21 July Rally
Sukanta Majumdar: 'জেনে গিয়েছে জনতা, ভয় পেয়েছে মমতা' ! 21 জুলাই নিয়ে কটাক্ষ সুকান্তর

হাওড়া, 21 জুলাই: ইডি (ED), সিবিআই-কে (CBI) ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ! আর সেটা জনতা বুঝেও গিয়েছে ! তাই 21 জুলাই-এর সমাবেশের (TMC 21 July Rally) 'থিম' হওয়া উচিত, 'জেনে গিয়েছে জনতা, ভয় পেয়েছে মমতা' ! বৃহস্পতিবার এভাবেই তৃণমূলের শহিদ সমাবেশ এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

প্রসঙ্গত, হাওড়ার (Howrah) ঘুসুড়ি এলাকায় বিষ মদ খেয়ে (Ghusuri Hooch Tragedy) মৃত্যু হয় 10 জনের ৷ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এদিন দেখা করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ দেন পাশে থাকার প্রতিশ্রুতি ৷ পাশাপাশি, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গেও দেখা করেন তিনি ৷ পরে হাওড়া সদরের বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত ৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷

আরও পড়ুন:TMC 21 July Rally: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার

এদিনের শহিদ সমাবেশ থেকে কর্মসংস্থান নিয়ে সুর চড়াতে শোনাতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার মানুষকে চাকরি দিচ্ছে ৷ কিন্তু, কেন্দ্রের বিজেপি সরকারের আমলে সারা ভারতে বেকারত্ব বাড়ছে ৷ এই প্রসঙ্গেই মমতার মুখে ফের একবার দেউচা পাচামির কথা শোনা যায় ৷ মমতার দাবি, এই প্রকল্প রূপায়িত হলে বহু মানুষ চাকরি পাবেন ৷ এলাকার উন্নতি হবে ৷ কিন্তু, সুকান্তর অভিযোগ, দেউচা পাচামিতে প্রকল্প হলে স্থানীয় আদিবাসীরা বঞ্চিত হবেন ৷

সুকান্ত মজুমদারের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সুকান্ত বলেন, দেউচা পাচামিতে কয়লা উত্তোলন লাভজনক হবে না ৷ বিশেষজ্ঞরাই নাকি এমনটা মনে করছেন ৷ আসলে দেউচা পাচামিতে পাথরের একাধিক স্তর রয়েছে ৷ কয়লা খনি খোঁড়ার নামে তৃণমূলের নেতারা সেই পাথর বিক্রি করে মোটা টাকা আয় করবেন বলেও অভিযোগ করেছেন সুকান্ত ৷ এসবের পাশাপাশি হাওড়ার বিষ মদ কাণ্ডের জন্যও রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি ৷

প্রসঙ্গত, বিষ মদ কাণ্ডে মূল অভিযুক্ত প্রতাপ সরকারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ ৷ এদিনই তাঁকে আদালতে পেশ করা হয় ৷ বিচারক ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304, 120বি, 45এ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details