হাওড়া, 23 অক্টোবর : হাওড়া স্টেশনের ভার লাঘব করতে শালিমার এবং সাঁতরাগাছি থেকে দূরপাল্লার ট্রেন চালানোর পরিকল্পনা দীর্ঘ দিনের ৷ এ বার তার বাস্তবায়ন হতে চলেছে ৷ কারণ নভেম্বর মাস থেকে দক্ষিণ-পূর্ব রেলের তরফে শালিমার থেকে 8টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হল ৷ এই তালিকায় রয়েছে হাওড়া-পোরবন্দর স্পেশাল, ওখা-হাওড়া স্পেশাল, হাওড়া-ভাস্কো দা গামা স্পেশালের মতো ট্রেন ৷
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 02102 হাওড়া এলটিটি স্পেশাল 4 নভেম্বর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে ৷ 2 নভেম্বর থেকে এলটিটি হাওড়ার পরিবর্তে যাত্রা শেষ করবে শালিমারে । 09206 হাওড়া পোরবন্দর স্পেশাল আগামী বছর 15 জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে এবং 09205 রিটার্ন পোরবন্দর-হাওড়া স্পেশাল 13 জানুয়ারি থেকে শালিমার যাত্রা শেষ করবে ।
আরও পড়ুন:Goa Politics : মমতার সফরের আগেই মোদির মুখে গোয়ার ‘উন্নয়ন মডেল’
এ ছাড়াও, 02906 হাওড়া-ওখা স্পেশাল 18 জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে চলবে এবং 02905 ওখা-হাওড়া স্পেশাল 16 জানুয়ারি থেকে যাত্রা শেষ করবে শালিমারে এসে । 08047 হাওড়া-ভাস্কো দা গামা স্পেশাল হাওড়ার পরিবর্তে 1 জানুয়ারি থেকে শালিমার থেকে চলবে এবং 08048 ভাস্কো দা গামা-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি থেকে যাত্রা শেষ করবে শালিমার পর্যন্ত এসে ।
অন্য দিকে, 08645 হাওড়া-হায়দরাবাদ স্পেশাল 2 জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে এবং 08646 হায়দরাবাদ-হাওড়া স্পেশাল 4 জানুয়ারি শালিমারে এসে যাত্রা শেষ করবে । 02543 হাওড়া-চেন্নাই স্পেশাল 14 জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে এবং 02544 চেন্নাই-হাওড়া স্পেশাল 15 জানুয়ারি থেকে যাত্রা শেষ শালিমারে ৷
আরও পড়ুন:Covid Vaccination : করোনার টিকাকরণের পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মোদি, অভিযোগ অধীরের
বাঙালি দর্শনার্থীদের কাছে জনপ্রিয় 02087 হাওড়া-পুরী স্পেশাল 14 জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে ছাড়বে ৷ 02088 পুরী-হাওড়া স্পেশাল 15 জানুয়ারি থেকে শালিমারেই এসে শেষ করবে যাত্রা ৷ 08409 হাওড়া-পুরী স্পেশাল 15 জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে ছাড়বে এবং 08410 পুরী-হাওড়া স্পেশাল 14 জানুয়ারি থেকে শালিমারে এসে যাত্রা শেষ করবে ৷
শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনকে ব্যবহার করে হাওড়া স্টেশনের ভার লাঘবের এই প্রচেষ্টা বহু দিন আগেই শুরু হয়েছিল ৷ তার জন্য কোটি কোটি টাকা ঢেলে সাজানো হয়েছিল দক্ষিণ-পূর্ব রেলের প্রান্তিক দুই স্টেশনকেই ৷ যদিও সেই নিয়ে আপত্তিও উঠছে বিস্তর ৷ বোটানিক্যাল গার্ডেন, হাওড়া, উলুবেড়িয়া–সহ একাধিক রুটের বাস শালিমার হয়ে গেলেও, বাসস্টপ থেকে স্টেশনের দূরত্ব অনেক বেশি বলে অভিযোগ সামনে এসেছে ৷
আরও পড়ুন:Abhishek Banerjee : বিজেপি কথা রাখে না, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে রাখেন : অভিষেক
এমনকি বাস এবং হালফিলে শুরু হওয়া টোটো পরিষেবা ছাড়া শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় তেমন যানবাহন না পাওয়ার অভিযোগও রয়েছে ৷ এ ছাড়াও অপরাধমূলক ঘটনার জন্য একাধিক বার খবরে উঠে এসেছে শালিমার ৷ সন্ধ্যার পর এলাকায় অন্ধকার নেমে আসে ৷ সেখানে দূরপাল্লার ট্রেনের যাতায়াত বাড়লে অপরাধমূলক ঘটনা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে মানুষের ৷ যদিও দক্ষিণ-পূর্ব রেল এই অভিযোগ মানতে নারাজ ৷ ধাপে ধাপে গোটা এলাকার নকশা পাল্টে ফেলা হবে বলে যুক্তি দেওয়া হয়েছে ৷ এ ছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হলে হাওড়ায় যাত্রীর চাপ বাড়বে, সে ক্ষেত্রে শালিমারে ট্রেন সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই বলেও দাবি তাদের ৷