হাওড়া, 11 জুলাই: অমিত মালব্যর (Amit Malviya) পর স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ 'কালী' বিতর্কে মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে পদক্ষেপ না করায় তৃণমূল নেতৃত্বকে দুষলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ৷ তিনদিনের সফরে রবিবারই পশ্চিমবঙ্গে পৌঁছন স্মৃতি ৷ প্রথম দিনে হাওড়ায় দলের নেতা ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেখানে একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'কালী' বিতর্কে মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে মুখ খোলেন স্মৃতি ৷ তাঁর মতে, এমন আচরণের জন্য মহুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তেমনটা না করায় ক্ষোভ উগরে দেন তিনি ৷
'কালী' পোস্টার বিতর্কে (Kaali Poster Row) ঘৃতাহুতি পড়ে মহুয়া মৈত্রের একটি মন্তব্যে ৷ দেবী কালী এবং তাঁর পুজোর আচার নিয়ে মহুয়ার করা মন্তব্য়ের জেরে সমালোচনা শুরু হয় ৷ তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে মহুয়ার মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেও সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷ বিষয়টি নিয়ে রবিবারই সরব হয়েছিলেন অমিত মালব্য ৷ রবিবার স্বামী আত্মস্থানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর বার্তায় সমগ্র বাঙালি জাতিকেই কালীভক্তির জন্য প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী ৷