পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Nabanna Smart Gate: নবান্নে বসছে স্মার্ট গেট, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় জোর পুলিশের - স্মার্ট গেট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নিরাপত্তা আঁটোসাটো করতে উদ্যোগী পুলিশ প্রশাসন ৷ রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের (Nabanna) প্রবেশ পথে বসানো হচ্ছে 'স্মার্ট গেট' (Smart Gate) ৷

Smart Gate installation at Nabanna to enhance security of Mamata Banerjee
Nabanna Smart Gate: নবান্নে বসছে স্মার্ট গেট, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় জোর পুলিশের

By

Published : Aug 6, 2022, 8:14 PM IST

কলকাতা, 6 অগস্ট: রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে (Nabanna) ঢোকার মুখে বসানো হচ্ছে 'স্মার্ট গেট' (Smart Gate) ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে ৷ আপাতত নবান্নের দক্ষিণ দিকের প্রবেশ পথে এই স্মার্ট গেট বসানো হবে ৷ ভবিষ্যতে নবান্নের কর্মী ও আধিকারিকরা এবং সেখানে নানা কাজে আসা মানুষজনকে এই স্মার্ট গেট পেরিয়েই ভিতরে ঢুকতে হবে ৷ নবান্নে কর্মরতদের একটি বিশেষ আইডি কার্ড দেওয়া হবে ৷ সেই আইডি কার্ডের মাধ্যমেই স্মার্ট গেট পেরোতে পারবেন তাঁরা ৷

প্রাথমিকভাবে, পরীক্ষামূলক পদক্ষেপ হিসাবে শুধুমাত্র দক্ষিণ দিকের প্রবেশ পথেই এই স্মার্ট গেট চালু করা হবে ৷ পরবর্তীতে অন্য়ান্য প্রবেশ পথেও একই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে পুলিশ প্রশাসনের ৷

আরও পড়ুন:Mamata Banerjee: নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি ৷ হাফিজুল মোল্লা নামে ওই যুবক উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা ৷ দীর্ঘক্ষণ একটি লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর আত্মগোপন করে থাকেন তিনি ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনার পরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয় ৷ ইতিমধ্যেই সেখানে বসানো হয়েছে অত্য়াধুনিক মেটাল ডিটেক্টর ও সিসিটিভি ক্যামেরা ৷ এমনকী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে বিবেক সহায়কে সরিয়ে আনা হয়েছে পীযূষ পাণ্ডেকে ৷ সেইসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তায় মোতায়েন পুলিশকর্মী এবং নবান্নে নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকদের মোবাইল ব্যবহারের উপর বিধিনিষেধও কার্যকর করা হয়েছে ৷

হাফিজুল মোল্লার মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ার ঘটনা নিয়ে আগেই প্রশ্নের মুখ পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে ৷ কীভাবে নিরাপত্তার কঠোর ঘেরাটোপ এড়িয়ে ওই যুবক ভিতরে ঢুকলেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তোলা হয়েছে ৷ তাই ওই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ ৷ সূত্রের দাবি, এই কারণেই নবান্নের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details