হাওড়া, 12 অক্টোবর : আজ, বুধবার হাওড়ায় রেলের অনুষ্ঠানে এসে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) হোয়াটস অ্যাপ চ্যাটে ‘আর কে’ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খান (BJP MP Saumitra Khan) ।
তিনি দাবি করেন, ‘‘মানিকের ওই আর কে আর কেউ নন, রাজ কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজে । তাঁর 2013 সালে এই রাজ্যের রাজনীতিতে আসার পরেই এই দুর্নীতি শুরু হয় ।’’
তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদন ছাড়া এই কাজ সম্ভব নয় । তিনি অভিযোগ করেন, রাজ্যের 64 হাজার নিয়োগের মধ্যে 25 হাজার ভুয়ো নিয়োগ হয়েছে (Bengal Recruitment Scam) । এবং এই দুর্নীতি থেকে চোখ ঘোরাতে এখন দু’টি গোষ্ঠীকে লড়িয়ে দেওয়া হচ্ছে লড়িয়ে দেওয়া হচ্ছে । এছাড়াও তিনি জানান, কেষ্টর (অনুব্রত মণ্ডল) গড়ে কেষ্টর অনুমতি ছাড়া কোনও পাতা নড়ে না । সেখানে তিনি গরু, কয়লাপাচার করবে, এটাই স্বাভাবিক ।