পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সাজদা কথাই বলতে পারেন না, তাও জিতেছেন পৌনে 5 লাখ ভোটে : নির্মল - howrah

"সাজদা আহমেদ দু'এক লাইন বক্তব্য রাখতে পারেন না। মানুষের সাথে সেভাবে মিশতেও পারেন না।" এক অনুষ্ঠানে একথা বললেন তৃণমূল নেতা নির্মল মাজি। পরিপ্রেক্ষিতে সাজদা বলেন, "কথা নয়, আমি কাজে বিশ্বাসী।"

নির্মল মাজি

By

Published : Apr 12, 2019, 7:16 PM IST

Updated : Apr 12, 2019, 11:34 PM IST

উলুবেড়িয়া, 12 এপ্রিল : "সাজদা আটপৌরে মহিলা, ঠিকমতো কথাই বলতে পারেন না।" হাওড়ার মেডিকেল ক্লাবে একটি অনুষ্ঠানে দলীয় সাংসদকে নিয়ে একথা বললেন তৃণমূল নেতা তথা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান নির্মল মাজি। উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাজদা আহমেদ ওই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। জেতেন পৌনে পাঁচ লাখ ভোটে। মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের মুখ এটা বোঝাতে গিয়ে ওই অনুষ্ঠানে তিনি সাজদাকে নিয়ে এই মন্তব্য করেন।

দু'দিন আগে হাওড়ার মেডিকেল ক্লাবে ডাক্তারদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন নির্মলবাবু। সেখানে সাজদা আহমেদকে নিয়ে তিনি বলেন, "আমার এলাকার সাংসদ প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী সাজদা একেবারে আটপৌরে মহিলা। দু'এক লাইন বক্তব্য রাখতে পারেন না। মানুষের সাথে সেভাবে মিশতেও পারেন না। কিন্তু জিতেছেন পৌনে পাঁচ লাখ ভোটে। তাই 42টা আসনে প্রার্থী একজনই। মমতা মমতা মমতা।"

ভিডিয়োয় দেখুন কী বললেন নির্মল মাজি

এর পরিপ্রেক্ষিতে সাজদাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কথা নয়, আমি কাজে বিশ্বাসী। মানুষ কথা নয়, কাজ চায়। আর আমি সেটা করতে পারছি।" প্রসঙ্গত, 2017 সালের 4 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৎকালীন উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদ। তারপর 2018 সালের 29 জানুয়ারি ওই কেন্দ্রে উপনির্বাচনে BJP-র অনুপম মল্লিককে হারিয়ে জয়ী হন সাজদা। এবছর BJP-র জয় ব্যানার্জির বিরুদ্ধে ফের এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল।

Last Updated : Apr 12, 2019, 11:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details