পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছে পুলওয়ামা হামলায় শহিদের পরিবার - পুলওয়ামা হামলা

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত পুলওয়ামা হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার পরিবার । এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে প্রয়াত RSS কর্মী অরুণ প্রামাণিকের পরিবারকে ।

শহিদ পরিবার

By

Published : May 29, 2019, 9:27 PM IST

Updated : May 29, 2019, 10:05 PM IST

হাওড়া, 29 মে : বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পুলওয়ামা হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার পরিবারকে । সেইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন RSS কর্মী প্রয়াত অরুণ প্রামাণিকের পরিবারকে । আজই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন ওই দুই পরিবারের সদস্যরা ।

শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা জানান, গতকাল BJP-র হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক ফোন করে আমন্ত্রণ জানান । তিনি বলেন, "আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা যাচ্ছি । " কিন্তু সেইসঙ্গে তাঁর বক্তব্য, যে কারণে এই আমন্ত্রণ জানানো হয়েছে সেটা তিনি মেনে নিতে পারছেন না । নতুন সরকারের কাছে তাঁর আবেদন আগামীদিনে সেনাবাহিনীর সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হোক । মিতার সঙ্গে অনুষ্ঠানে হাজির থাকবেন বাবলুবাবুর মা বনমালা সাঁতরা ও মেয়ে তিতিন সাঁতরা ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে উলুবেড়িয়ার কোটালঘাটার বাসিন্দা প্রয়াত RSS কর্মী অরুণ প্রামাণিকের স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না । তবে যাবেন অরুণবাবুর ছোটো ছেলে কৌস্তভ প্রামাণিক ও তাঁর খুড়তুতো ভাই । অরুণবাবুর স্ত্রী সন্ধ্যা প্রামাণিক বলেন," উনি (নরেন্দ্র মোদি) যে এতদিন পরে ওনাকে মনে রেখেছেন এটা আমার ভালো লেগেছে ।"

উল্লেখ্য, অরুণবাবু স্থানীয় চেঙ্গাইল শ্রীবিদ্যানিকেতনের বাংলার শিক্ষক ছিলেন । স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান । 1977 সালে ভারতীয় জনসংঘের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন । কৌস্তভ বলেন, "খবরটা পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি । মোদিজিকে কাছ থেকে দেখতে পাব । নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে । "

Last Updated : May 29, 2019, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details