হাওড়া, 29 মে : বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পুলওয়ামা হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার পরিবারকে । সেইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন RSS কর্মী প্রয়াত অরুণ প্রামাণিকের পরিবারকে । আজই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন ওই দুই পরিবারের সদস্যরা ।
শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা জানান, গতকাল BJP-র হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক ফোন করে আমন্ত্রণ জানান । তিনি বলেন, "আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা যাচ্ছি । " কিন্তু সেইসঙ্গে তাঁর বক্তব্য, যে কারণে এই আমন্ত্রণ জানানো হয়েছে সেটা তিনি মেনে নিতে পারছেন না । নতুন সরকারের কাছে তাঁর আবেদন আগামীদিনে সেনাবাহিনীর সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হোক । মিতার সঙ্গে অনুষ্ঠানে হাজির থাকবেন বাবলুবাবুর মা বনমালা সাঁতরা ও মেয়ে তিতিন সাঁতরা ।