হাওড়া, 4 জানুয়ারি : বিধানসভার নির্বাচনে উল্লেখযোগ্য জয় পাওয়ার পর চব্বিশের লোকসভাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস । আর তৃণমূল সুপ্রিমোকে প্রধানমন্ত্রী পদের দাবিদার ঘোষণা করে দেশের বিভিন্ন রাজ্যে দলের শাখা বিস্তার করতে চাইছে এরাজ্যের শাসকদল । বিভিন্ন দলের নেতা-নেত্রীদের দল ভাঙিয়ে শাসকদলে যোগদান করিয়ে অন্য রাজ্যগুলোতে প্রভাব ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস । শুধু তাই নয়, হাওড়া সদরেও সিপিআইএম থেকে আসা প্রাক্তন বিধায়ক লগনদেও সিংকে সদরের চেয়ারম্যান করেছে তৃণমূল কংগ্রেস । দলের এই সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য রাখেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee comments on joining TMC from other party) ।
প্রসূন বলেন, "অন্য দল থেকে লোকে কেন নিয়ে আসব ? এতে বুথ কর্মীরা অসন্তুষ্ট হচ্ছেন । তাঁরা বিরক্ত হচ্ছেন । তাঁরা প্রশ্ন করছেন, এসব কী হচ্ছে ?" এভাবেই তৃণমূলের অন্যের দল ভাঙানো রাজনীতির বিরোধিতা করলেন দলীয় সাংসদ । তাঁর দাবি, নিজের লোকসভা কেন্দ্রে তিনি প্রায় 9 বছরের সাংসদ রয়েছেন ৷ কিন্তু দল আজও তাঁকে দায়িত্ব দিতে দ্বিধান্বিত । অথচ তাঁর অভিজ্ঞতা কারওর চেয়ে কম নেই ৷