হাওড়া, 3 জানুয়ারি :রবিবার গভীর রাতে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে লক্ষাধিক টাকার চোরাই মোবাইল উদ্ধার করল আরপিএফ এবং ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়ার্ড । ধৃতের নাম এরশাদ সরকার (32) । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 364টি বিভিন্ন দামের চোরাই মোবাইল (Police recover stolen mobiles from Howrah Station) ।
পুলিশি জেরায় এরশাদ স্বীকার করেছে, সে ওই চুরি যাওয়া মোবাইলগুলি বর্ধমানের একটি মোবাইলের দোকানে সরবরাহ করতে যাচ্ছিলেন । ধৃত ব্যক্তির সঙ্গে অন্য রাজ্যের কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ (Police arrests a person with stolen mobiles)। জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে গতকাল রাতেই যৌথ অভিযান চালান আরপিএফ এবং সিপিডিএস কর্মীরা । ধৃত ব্যক্তি ওল্ড কমপ্লেক্সের চার নম্বর গেটের সামনে চারটি বাক্স নিয়ে দাঁড়িয়েছিল । গভীর রাতে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয় পুলিশের । এরপরেই আরপিএফ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এরশাদ ।